• অণু কবিতা

    অণু কবিতা- আমার চোখে জীবন

    আমার চোখে জীবন
     -মিনাক্ষী পতি

    জীবন হলো বেঁচে থাকার বিশ্বাস,
    জীবন হলো ভালোবাসার আশ্বাস।
    জীবন হলো দুঃখকে হারিয়ে সুখ খোঁজার
    প্রয়াস।,
    জীবন হলো অন্ধকার থেকে আলোর প্রকাশ।
    জীবন হলো প্রতিমুহূর্তের সংঘর্ষ,
    জীবন হলো আপন জনের স্নেহের স্পর্শ।
    জীবন হলো অমূল্য আশিস ভগবানের,
    জীবন হলো আকাঙ্খা অন্তিম নিশ্বাস‌ অব্ধি
    সবার হৃদয়ে থাকার।

  • কবিতা

    কবিতা- মাতৃত্ব

    মাতৃত্ব
    -মিনাক্ষী পতি

     

     

    আমি যখন মা হলাম জীবনে প্রথম বার,
    তখন আমার হৃদয়েতে, হাজার বাতির ঝাড়,
    জ্বলে উঠে জীবন আমার করলো আলোময়,
    নরম হাতের ছোঁয়ায় আমার প্রাণ হলো মোহময়।

    তার কান্নার রোলে প্রাণ আমার, করে উঠে আনচান,
    তার ব্যথা বেদনাতে হৃদয় আমার হয়ে যায় খান খান।

    “মা” ডাকটি শুনলেই মনে আসে কত শান্তি,
    তার হাসিমুখ সুখেথাকা
    আমার জীবনের বড় প্রাপ্তি।
    তার সরল মুখের মিষ্টি হাসি
    কোথায় পাব আর,
    মাতৃত্বের এই সন্তান প্রীতি
    বুঝবে না এ সংসার।

  • কবিতা

    কবিতা- বন্ধু

    বন্ধু
    – মিনাক্ষী পতি

     

     

    গ্রীষ্মের খরতাপে যখন জীবন অতিষ্ঠ হয়,
    তখন বন্ধুর ভালোবাসার ছায়ায় যন্ত্রণা হারিয়ে যায়।
    পয়লা বৈশাখের নতুন দিনের মতো অনেক নতুনত্ব দিয়ে,
    শুভ নবর্ষের শুভেচ্ছা জানায়, মুখে কত হাসি নিয়ে।
    যখন দুঃখের বাদল নিয়ে বর্ষা এসে যায়,
    তখন বন্ধুর মিষ্টি কথায়, দিনগুলো সবুজীমায় ভরে যায়।
    শরতের আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে আসে,
    কানে কানে কত আশার বাণী শুনিয়ে, বন্ধু আমার হাসে।
    শীতের শীতলতায় বন্ধুত্ব কখনও ঘুমিয়ে যায় না,
    একসাথে বেরানো, পিকনিক মনে আনে নতুন প্রেরণা।
    বসন্তের কোকিল হয়ে, বন্ধুর মিষ্টি সুর, হৃদয়ে ডাকে,
    সবকিছু ভুলে মনের দরজা খুলে বন্ধুর কাছে ছুটতে থাকে।
    সকালের সুপ্রভাত, রাত্রে শুভরাত্রি, পাশে থাকার আশ্বাস দিয়ে,
    এমন করে দিন কেটে যাক, বন্ধুদের সহচর্য নিয়ে।

You cannot copy content of this page