সেই রাত…! -সত্যদেব পতি সন্ধ্যার জোনাকির মিট মিটে আলো ছিল ক্ষীণ, জমাটি অন্ধকার পথে কারো পায়ের শব্দে চকিত হলাম, বুকের মধ্যে অশান্ত ঝড়ের শনশনি… একপশলা বৃষ্টির পরে ধোঁয়াশা দৃষ্টি, একা আমি দেখেছি সেই গভীর নিশুতি রাতের হায়নার তাণ্ডব- তার দু’চোখ ছিল রক্ত লাল, বিষাক্ত লালা ঝরতে দেখেছি জীব হতে, ধারালো নখের আঘাতে বিদীর্ণ করছিল পড়ে […]
উজানের তোড়
উজানের তোড় -সত্যদেব পতি চৈত্রের ঝরাপাতার মতো ঝরে পড়ে অশ্রুত প্রেম, মহাসাগরের অথৈ জলরাশির নীচে ঝিনুকের গর্ভে নিমজ্জিত মুক্তার নীরব যন্ত্রণা, ভরা ভাদুরে নদীর মতো টলটলে জলপুর্ণ চোখ স্বপ্ন দেখে- চিন্তাশীল মন ডুকরে কাঁদে না পাওয়ার অব্যক্ত যন্ত্রণায়, ভালোবাসার সুখ পাখিটার বুকে শিকারীর বিষাক্ত তির, মনের জোয়ারের উজানী ভালোবাসার তোড় তছনছ করে বেলাভুমির শক্ত বাঁধন… […]