রংহীন রামধনু -সুব্রত সামন্ত রংগুলো হয়েছে আজ রংহীন, পর্দার আড়ালে দেখি – শুধুই লাল রং এর প্রতিচ্ছবি। তবে কী আকাশ মাঝে আর সব রং গেছে হারিয়ে? অস্তিত্বের মাঝে যাদের যাচ্ছে না দেখা। বর্ষার অনুপস্থিতিতে ছিল কোথায়? এই রংহীন আলো রশ্মি…… যা সমুদ্রের ডাকে মিশে যায় লবনাক্ত জলের মাঝে। পেছনে ফেলে রবির দেওয়া আবছা […]
একটি গোলাপ
একটি গোলাপ -সুব্রত সামন্ত ঝরে যাওয়া লাল পাপড়ির স্পর্শে গড়িয়ে আসা মালভূমির মতোই— আরেক ভালোবাসা। অবুঝ প্রেমের স্মৃতির লোগো হয়ে সে রাতের আলতো ছোঁয়ায় দেখেছি তোমায় এঁকেছিলাম কল্পনার অজানা আদর, রোদ্দুর হতে সেদিন রেখেছিলাম তোমায় আগলে! আজও শুকনো হতে দিইনি সেই থেকে— যত্নের মুঠোকে বিঁধেছিলে এ দুষ্টু কাঁটা…… চিৎকার শুনছিল শুধু ঐ শান্ত উপতক্যা। আজও […]