-
রংহীন রামধনু
রংহীন রামধনু
-সুব্রত সামন্তরংগুলো হয়েছে আজ রংহীন,
পর্দার আড়ালে দেখি –
শুধুই লাল রং এর প্রতিচ্ছবি।
তবে কী আকাশ মাঝে
আর সব রং গেছে হারিয়ে?
অস্তিত্বের মাঝে যাদের যাচ্ছে না দেখা।
বর্ষার অনুপস্থিতিতে ছিল কোথায়?
এই রংহীন আলো রশ্মি……
যা সমুদ্রের ডাকে মিশে যায়
লবনাক্ত জলের মাঝে।
পেছনে ফেলে রবির দেওয়া
আবছা আলোকে ফেলে ……….
মেশে রংহীন রামধনু।। -
একটি গোলাপ
একটি গোলাপ
-সুব্রত সামন্তঝরে যাওয়া লাল পাপড়ির স্পর্শে
গড়িয়ে আসা মালভূমির মতোই—
আরেক ভালোবাসা।
অবুঝ প্রেমের স্মৃতির লোগো হয়ে
সে রাতের আলতো ছোঁয়ায় দেখেছি তোমায়
এঁকেছিলাম কল্পনার অজানা আদর,
রোদ্দুর হতে সেদিন রেখেছিলাম
তোমায় আগলে!
আজও শুকনো হতে দিইনি সেই থেকে—
যত্নের মুঠোকে বিঁধেছিলে এ দুষ্টু কাঁটা……
চিৎকার শুনছিল শুধু ঐ শান্ত উপতক্যা।
আজও ভূলিনি তোমার সেই ছোঁয়াগুলোকে
সেদিন শিহরনের মোহনায় ভেসেছি আমি—
অনুভব করেছি আরেক কোমল চুম্বনের
আজ প্রতিক্ষণে রোম্যান্স এর ডালে দেখি
ফুটন্ত আর একটি গোলাপকে -
স্থগিত
স্থগিত
-সুব্রত সামন্তস্থগিত সংকেত, যার কনাগুলো —
নষ্ট বাস্তবতার সুরে।
সজ্জিত হয়ে থাকা
গাছের হলুদ পাতা
আজ লুপ্ত ক্লোরোফিল।
আজও ইতিহাস ডেকে বলে—
মৃত সভ্যতার দুটি হাত
আজও বেঁচে …. ।
জানিনা এ তীরের নিশানা
তারের মিষ্টি সুর কী স্তব্ধ করা ?
রোমান্স মেঘের লুকোনো ছন্দে —
পূর্ণ সুরক্ষায় আগলে রাখা
ঐ যে মিষ্টি চাঁদটাকে দেখছ…..
তারে আজ রাক্ষসীরা করছে গ্রহন ।
স্থগিত হয়ে চুইয়ে পড়া জল
অবিশ্বাস যার চেনা পাতাল,
স্তব্ধ দুনিয়ায় ভর্তি ভাইরাস
মুঠোয় পৃথিবীর …….
ছুটন্ত দুনিয়া স্থগিত হয়ে
নতুন স্টপেজ খোঁজার রেশে।।