-
পলাশপ্রিয়া
পলাশপ্রিয়া
-সোনালী কর্মকারতোমার দু’চোখের গভীরতায় এখনও নিজেকে খুঁজি
তোমার পরাণে যে প্রেম লুকিয়ে আমি তা বুঝি।
তবুও কাক ডাকা ভোরবেলায়,
আনমনে কবিতার পাতায়, লেখো যে নাম
সে কি পলাশপ্রিয়া?
নির্জন দুপুরে স্মৃতির জানলা ধরে
এখনও কি মনে পড়ে সেই ছাতিমতলা?
পাশাপাশি বসা, চোখে চোখ রাখা
হাতে হাত রেখে একমনে শুধু ভালোবাসাবাসি।
আজও যখন শালিক ডাকে,কুহু কুহু কোকিল
ভাবি তোমার সঙ্গে আমার মনের কত মিল।
দু’চোখ আজও খুঁজে ফেরে সেই ছাতিমতলা
তোমার সঙ্গে আমার কত না বলা কথা বলা।
আজও কি তোমার পড়ে মনে নাম রেখেছিলে হিয়া,
কত যত্নে কত স্বপ্নে আমিই তোমার পলাশপ্রিয়া। -
অভিমানী প্রেম
অভিমানী প্রেম
-সোনালী কর্মকারপ্রাণের মাঝে আছো যে তুমি
যত্নে আঁকা ছবি, রং তুলি দিয়ে
জীবন্ত করি প্রতিনিয়ত।যেদিন বলেছিলে তুমি
তোমার নেই কোন ভূমি,
নেই কেউ আপন করার,
এমন কেউ নেই যে
স্মৃতিতে বাঁচবে তোমার।সেদিন কথা দিয়েছিলাম
থাকবো পাশে সবটুকু নিয়েও।
রাখবো তোমায় স্বযত্নে মনের মাঝে
সকাল সাঁঝে।পায়ের নূপুর রিনিঝিনি বাজে,
তোমার কথায়,লাজে।
ঠোঁটদুটি কম্পিত হয় তোমার কথায়
আপন মনে।
মনের যেখানে আছো তুমি, বসন্ত
সেখানেই বিরাজে,
শুধু তুমি তুমি আর তুমি
তোমার মাঝেই
সকাল সাঁঝে।তবুও শত কাজে ব্যস্ত যে জন
মন দিলেও কি পাবো মন?
প্রশ্নরা অসহায়,উত্তর খুঁজে মরে
একাকিনী এই বালুচরে।ব্যস্ত টেলিফোন, ব্যস্ত কথোপকথন
ব্যস্ত দু’চোখ কবিতার খাতায়।
তখন মনে জাগে
সুখের লগন কেন এক নিমেষে
শেষ হয়ে যায়।
হঠাৎ কেন মধুনিশি পলকে
বয়ে চলে যায়। -
একটা গোলাপ দিও
একটা গোলাপ দিও
-সোনালী কর্মকারজানি তোমাকে কাছে পাওয়ার নেই অধিকার
তবুও তোমায় পেতে চাই, মনের মাঝে বারংবার।
ভালোবাসা নাই বা দিলে, দিও শুধু ক্ষণিকের দেখা
ঐটুকুই না হয় থেকে যাবে স্মৃতি, ঐটুকুই থাক লেখা।মনের জানালায় মেঘ যে বড়ো, কেমন ঝাপসা লাগে
তবুও তোমার মাঝে হারিয়ে যেতে, আজ ভালো লাগে।
জানি তুমি হাজার চোখের মাঝে একটি তারা
অত সহজে কি আর আমার কথায় দেবে সাড়া?তবুও আমি বলতে চাই, বন্ধুরূপেই কাছে চাই
জানি বন্ধুত্বের নেই সীমানা।
তোমার মাঝে হারিয়ে যাবো, হারিয়ে আবার ফিরে পাবো
এটাই হোক সেই ঠিকানা।তোমার বাগান থেকে না হয় দিও, একটি গোলাপ
ভেবে নিও না হয় ক্ষণিকের তরে, বকেছি কোনো প্রলাপ।
তবুও পেয়েছি যেটুকু সঙ্গ, থাক স্মৃতির পাতা জুড়ে
ফাগুনরাঙা আগুনের লালে ভালোবাসা থাকুক প্রাণভরে। -
যখন ফিরে দেখি
যখন ফিরে দেখি
-সোনালী কর্মকারনিঃশব্দে মনের গোপনে
ফিরে তাকিয়েছি যখন
অতীতের ফেলে আসা স্মৃতিগুলো
যেন অক্টোপাসের মত ঘিরে ধরে তখন।ব্যর্থতা এসেছে,তবুও মানিনি
দগ্ধ করেছি সেই ইতিহাস
মনের কোণে ধুলোর মত
জমা হয়েছিল একরাশতবুও স্মৃতিরা এখন অসহায়
ফিরে আসতে চাইলেও
আর যে নেই উপায়
যে সময় চলে যায় একবার
সে সময় তো ফিরে আসে না আরইতিহাস থেকে পেয়েছি শিক্ষা
পেয়েছি সফলতা
ভুলেছি যত দুঃখ-বিষাদ
যা ছিল বিফলতা।