-
কি ঝামেলা !
মরীচিকা
-সোনালী মণ্ডল আইচ
একলা দুপুর পায়রা ওড়া একটা ছাদ
জল ছাড়া ডুব যত পারিস এখন কাঁদ
ভিজুক ডানা।জানোই তো অবুঝ মন খুড়োর কল
লেজ খসা ব্যাঙ চায়না জল
লম্বা লাফ।গাড়ির দুষণ ঐ যে শুয়ে মোরাম পথ
অঙ্গভূষন রিনিঝিনি একই গৎ
কি সুর বাজায়?দুয়ারে পথিক ,ঠোঁট বলে “হাত জোড়া “
মিথ্যা শুনে আঁতকে ওঠে পায়ের তোড়া
কি ঝামেলা
মরুভূমির ভীষণ ওম লুকায় কোথায়
ফল্গু নদী কেন শুকায় বালি ওড়ায়
পিপাসা পায় … -
ব্যাধি
ব্যাধি
-সোনালী মণ্ডল আইচকার পক্ষপাত কে আমরণ সইছে
কোথা হতে নিরন্তর কতো জল বইছেশুনি এটা ভুল ওটা নির্ভুল
জীবন তরী খোঁজে কেবল কুলরাম + রহিম = কেষ্টা
মুখের কথা মানে কি কেউ শেষটাশেয়াল ধূর্ত প্রহরে প্রহরে বন্দে
এসব ভেবে কাল কেটে যায় দ্বন্দ্বেশাখায় শিকড়ে যত নত-মূল
গোড়ায় নিঠুর নিরবধি মারে কুড়ুল… -
আলতারাফ
আলতারাফ
-সোনালি মণ্ডল আইচসিন্ধুক ভরা
নদী নদী
কিছু গান
যারা ঠোঁট ছুঁয়েও
চিরকাল অনুচ্চারিতপথের বাঁকে
চিরকাল জমে
শেষে নিরীক্ষায়
ভারী না হালকা
বুঝে ওঠা মুশকিলদীর্ঘ অভ্যাসে
চিল ছাদে
প্রতিশ্রুতীহীন মানচিত্রে
অক্লান্ত বালি ঘড়ি
সময়ের নজরানা ত্বকেগচ্ছিত বিশ্বাস
পর্যায়সরণী বেয়ে
হেঁটে এসে
কোনোদিন ডোরবেল ছুঁলেই
সারসের বুকে আলতামিরা… -
অনুশোচনা
অনুশোচনা
-সোনালী মণ্ডল আইচ
অপারগ সৈনিক সেজে জীবনের মুখোমুখি
চলেছি রয়ে সয়ে নির্বিবাদ কানাগলি ঘুরি
এ পথে ডমরু বাজেনা
গঙ্গাও চোখ মুছে স্রোত লুকায়
এই ধস্ত উৎস পথে হাঁটতে হাঁটতে
দিকচক্রবালে নিহিত জবাকুসুমসংকাশ
থেকে শুরু করে চাঁদ তারাদের নিয়ে
নিস্তরঙ্গ দিনাতিপাত অষ্টমশ্রেণীর বাংলা
শিক্ষিকার।একদিন বাংলার পর ভূগোল শেষে ইতিহাস,
প্রথম বিশ্বযুদ্ধ শুরু করতেই যাবো, শুনলাম এক ছাত্রী বলছে,ইতিহাস কেলাস আপনি কেনে নিচ্ছেন, উয়ো ইতিহাস স্যার কি আপনাকে ট্যাকা দেয়?
উয়ো নিজে কেনে ক্লাস নেননা ??
শব্দ উৎসমুখে এক মিষ্টি শ্যামলা চওড়া মুখ
তেল দিয়ে পাটপাট আঁচড়ানো চুল, পুরু ঠোঁট
হঠাৎ এক বিপরীতমেরুর মুখোমুখি হই
সে সহজ গলায় বলে ওঠে– “হক কথা বুলেছি দিদিমণি, কুছু মনে করেন নাই তো?”
কি নিষ্পাপ ! কি সবুজ !
আমি কেনো এতদিনে এই ভালো না লাগা জানাতে পারিনি স্কুল কমিটিকে ?বরফঠান্ডা ছুরি ফালা ফালা করতে লাগল বিবেক
ফেরার পথে ঢোক গিলে প্রবোধ দিলাম
কাল বলতেই হবে হক কথাটা… -
ঊষরে ধূসরে
ঊষরে ধূসরে
-সোনালী মণ্ডল আইচঘরে বাইরের উদাহরণে
রোদ্দুর নিষ্ঠা
কেবল বিসর্জন আবাহনের
যদ্দুর পৃষ্ঠাওপাশ দিয়ে শর্টকাট
তৃতীয় নয়ন
তারা-তারা ঘুম-ঘুম পাট
ম্লান ক্ষণপিপীলিকা শৃঙ্খলা চাটে
শর্করার দানায়
অন্তঃপুরের পর্দা হাঁটে
স্ত্রীর পত্রখানায়। -
ইচ্ছে ঘুমায় পালঙ্কে
ইচ্ছে ঘুমায় পালঙ্কে
-সোনালী মণ্ডল আইচসাত ভাই ছাতারে আর এক ঝাঁক টিয়া উঠোনে
বৈশাখী বিকেল ডাকে আয় রে ঝঞ্ঝা
শুনে আকাশ জমিয়ে তোলে শয়তানিবাতাস না বলে-কয়ে বোলতার চাক ভাঙে
আরও তেতাল্লিশ কাহন শোনাবো দেখা হলেপুরোনো সত্যির সবটা আজ গল্পের মতো ঘুণ
সুরীর সাক্ষীকে ভোট দিয়ে নির্বিকার থাকি
বাইপাসের ডালপালা ছড়ানো আলো
চৌকিদার তবু চমকে ওঠে শঙ্খ-চিলের
ডাকে
জানালার পর্দা সরিয়ে দেখি
তোর জন্য অপেক্ষা করছে শ্যামা পাখি … -
টিনের তরোয়াল হলেও
টিনের তরোয়াল হলেও
-সোনালী মণ্ডল আইচসবসময় হাতে কিছু রইল
তারপর যোগ বা বিয়োগের সময়ে
জীবন শত ভাগ সইলতিথি যোগ পক্ষ সরে
পূব হতে পশ্চিমে চাঁদের পায়চারি
প্রতিপদে ভোগ যক্ষ জ্বরেরূপের প্রলেপে জ্যোৎস্না ঝলমলে
একথালা গাঢ় হলুদ উপচে উঠে
বিরহ বিষে বুক জ্বলেবাজনা তখন কী অক্লান্ত
সুর তার বিষণ্ন বেহায়া আর মিষ্টি
ফাঁক ফোঁকর স্পষ্ট অশান্তমুঠো মুঠো বাঁটের ধারা
এক মনকেমন করা দিব্য মূর্ছনায়
হৃদয় মন্দির জুড়ায় কেদারা … -
আবহমান
আবহমান
-সোনালী মণ্ডল আইচঅনুভবে খানিকটা আগুন থাক
টিমটিম জ্বলুক পলতে জুড়ে
গোধূলির রক্তরঙে পাখিরা ফিরুক
নীড়ে ওম নিতেসন্ধ্যামালতি পাপড়ি দিক মেলে
বৃদ্ধাশ্রম দুঃখ ভোলার প্রতিজ্ঞায়
একলা চলার শপথে অপ্রকাশিত
অতৃপ্ত গল্পের সাজসব হারানো রাংতার ফাঁক-ফোকড়ে
উদ্বেগজনক রহস্য খেলার মত
“কুমির তোমার জলকে নেমেছি”
চকমকি পাথরের লোভেজল থই থই পায়ে
শীত শীত ভালোলাগার কাঁপন
টানটান চাদরে জলচৌকির রাত
জাগা সুরেলা গান … -
চৈতি হাওয়া
চৈতি হাওয়া
-সোনালী মণ্ডল আইচএখনো বিচিত্র অনুভূতি ছড়ানো বাতাসে
বসন্ত যাই যাই করেও চৌকাঠে পা ঘষে
বিরহ ও নিস্তব্ধতার সহবাস ঝংকার
মিলেমিশে আশ্চর্য মধুর সাধু টঙ্কার ।মাঝরাতের স্বপ্নরা পাখা মেলে উড়ান চায়
মৃদু হেসে যেতে যেতে হাত নাড়ায়
নিভৃতে লালিত সুখে একমুঠো বিশ্বাস
একবাটি জ্যোৎস্নায় দিল আশ্বাস ।এখানে মাটি নেই নাছোড় ভালোবাসা
টবের মাটি আলতো শিকড় আঁকড়ে খাসা
মোমশিখা গলে শহীদ হয় তুলসী তলায়
আর জতুগৃহ প্রেম ধিকিধিকি জ্বলায় ।কার্নিশে কার্নিশ ছুঁয়ে ভালোবাসে প্রতিবেশী
নাম না জানা শেওলাদের মুচকি হাসি
আত্মহননের তীব্র নেশায় এক্কা দোক্কা
হিম মৃত্যু ডাকে ইশারায় , করেনা তোয়াক্কা ।দৃঢ় আলিঙ্গনে পরিশীলিত শুশ্রূষা ফেরায়
চিতার ক্ষিপ্রতায় বালাই দ্রুত পালায়
আলস্যের ধ্রুপদী মায়ায় স্থির ছায়াছবি
তার কাছে দিয়ে গেলাম অনিশ্চিতের চাবি… -
কিসের খবর আইল
কিসের খবর আইল
-সোনালী মণ্ডল আইচ
মাস্তুল জলরক্ষীর দূরবীনে ছিল
ফেরিঘাটের স্বাদ নোনতা
আর ঠোঁটগুলো যন্ত্রনায় নীলচে।
আবর্তন গতিকে রৈখিক গতিতে
এনেছিল খাঁজকাটা একটা স্ক্রু,
যেটায় ভাঙা আয়নাটা টাঙানো
মুখগুলো হুবহু মনে রাখে।
এপাড়া ওপাড়া হয়ে হাওয়া চলে যায়
বহুদূরে সেই সব আগুন লাগা মনে
স্বপ্ন জ্বলে ছবির মতো গল্প তখন,
সেসব ক্ষত মৃত্যুর চেয়ে ভীষণ
স্বচ্ছ ও অত্যধিক নিখুঁত
শুঁকে যায় পুলিশ কুকুর নিথর শরীর।
যতবার সভ্যতা স্বাধীন হয়
সব রঙ ফিকে হয়ে
ছিটকে আসে আদিম ধুলোর ঘাত
মগের মুলুক-এ …