অণু কবিতা
-
এলিয়ান হয়ে বাঁচা
এলিয়ান হয়ে বাঁচা
-সৌরভ ঘোষমাস্তুল ভেজা চিত্রিত রাত
চিত্রনাট্যের চরিত্র আমরা আর এইসব-
পাখি, কুকুর, জঙ্গল, জঙ্গি, শান্তি বাঈ…
শেষে পৃথিবী,
মিস ফায়ারিঙে মরে যাবে।
হোয়াইট হাউস ভারতে,
চিত্রনাট্য এলিয়ানের দখলে, হইচই…
সূর্য বেঁচে থাকবে,চাঁদও
আর জঙ্গলে হারানো সুয়োরানির ছোট মেয়ে..
-
ডেঙ্গু
ডেঙ্গু
-সোহিনী সামন্তম্যানহোলের ঘামে জমে থাকে গাঢ় কালো কাঁদার নিঃশ্বাস ……
মশাদের কৌমার্যে বিষাক্ত মৃত্যুদূতের জন্ম হয় …
রক্তবীজের মোহজালে কামানের গোলা নিভে যায় …মানুষের
জীবন কষ্টের কষ্টিপাথরের বদ্ধ হয়ে শ্বাস হারায় …।
প্রভাতী আলোয় বীজের বপন হয় অহর্নিশ …
চারিদিকে জীবাণুর ত্রাস …হসপিটালের অভিশপ্ত ঘরগুলি কেঁদে ওঠে…
মুক্তি পায় জীবন …… নিস্তারহিন অবগাহন
-
স্বীকারোক্তি
স্বীকারোক্তি
-নৃপেন্দ্রনাথ মহন্তস্বীকার করছি প্রভু,
এই বীতপ্রভ অবয়ব
এই প্লুতস্বর
আমার।আমারই।এই যে সুনিপুণ হঠকারিতা
নির্লজ্জ মিথ্যাচার
এই আলোহীনতা
অপদার্থের সাম্রাজ্য বিস্তার
এসব আমারই কর্মফল।একাত্তর পেরোলো স্বাধীনতা
অথচ এখনও আমি নতজানু
এখনও আমি অন্যের অধীন
এখনও আমার বাড়ির রং
মনের গড়ন
সবই অন্যের ইচ্ছাধীন।স্বীকার করছি প্রভু,এ আমার পাপ
এ আমার দায়। -
অক্ষর-চাষি
অক্ষর-চাষি
-আব্দুল লতিফ মন্ডলশব্দ-মদে ডুবে থাকি,
অজানা এক রোগ।
নাগরিকতা সয়না ধাতে,
চলে নিজেই নিজের খোঁজ।
এ মদে সত্য লাগে চোখে,
কাটেনা কিছুতেই সে ঘোর।
শব্দ খুঁজে মরি আজ,
ঝাপসা কুয়াশায়।
সত্য দেখে সব –
গায়ে মাখব কবিতা।
লাঙল দিয়েছি আজ,
আমার অক্ষর-ভূমিতে।
বিষ ঝাড়াতে চাই –
ব্যস্ত মানুষের। -
বেদনা পথিক
বেদনার পথিক
-বিকাশ কুমার মাইতি
এ ভুবনে হায় !
সেই চরম ব্যাথা পায়
অন্ধ প্রেমের প্রতিজ্ঞায়।আঁধারেও সাথী আছে
আগুনেরও বাহার
প্রেমেরও সাথী আছে
কুলকুল ধ্বনি উষ্ণ যমুনার।বেদনায় সুখ খোঁজে
চন্দ্র-তারা, আকাশ নীলিমায়
বেদনাও হাসি থাকে
গোপন সৌন্দর্যের মধুরতায়।অন্ধ প্রেমেরও পথিক
আঁঁধার নয়ন তারায়
উজ্জ্বল প্রেমচ্ছবি মনেরও অমরতায়। -
শিশুশ্রম
শিশুশ্রম
-পরিতোষ রায়শিশু শ্রম কত শত
পৃথিবীর নানান প্রান্তে|
তাদের জন্য মন আমারকাঁদে একান্তে|
ওরাই তো সমাজের আলো,
হে প্রভু! তবে কেনো
ওদের জীবনে এত কষ্ট ঢালো|
ওদের ও তো সাধ হয়
লিখতে ও পড়তে|
আমরা কি পারিনা
ওদের বিদ্যালয় আনতে|
সবাই মিলে যদি হাল
ধরি একসাথে|
শিশু শ্রম দূরে যাবে
এ পৃথিবী হতে| -
সে–দিন
সে–দিন
-সুদীপ্তা মন্ডলসে ছিল এক বৃষ্টি-দিন।
রিমঝিম রিমঝিম অনুরণন
কানে মেখে ভেসে যাওয়া।
সোহাগের সাম্পানে
ঝুপ্পুস মেঘের দলে
হারিয়ে যাওয়া।আর ছিল দোলনচাঁপার
আন্দোলনে,কদম ফুলের
রেণুর ভেজা আহ্বান।
সেদিন ছিল কৃষ্ণমেঘের
চঞ্চলতা। জল-নূপুরের ঝমঝম
মাদকতার শিহরণ।আর ছিল পূবালী হাওয়ার
দুষ্টুমিতে, এলোমেলো
আঁচলের অবাধ্যতা।
আজও এক বৃষ্টি-দিন।
আজও বাতাসে
চাঁপা ফুলের মদিরতা।। -
বিশ্ব-পথিক
বিশ্ব-পথিক
-আব্দুল লতিফ মন্ডলফাগুন-মাখা সন্ধ্যায়,
ভাবি,ধরে রাখব তোমায়।
বোকা মনের বোকামি,
বসে বসে, খড়ির ঢেউ গুণি।
নৌকা-নৌকা ভাবনায়,
রাত্রি নামে, বিপরীত ডাঙায়।
বাঁশির শব্দ মেশাও তুমি,
ঝিঁঝির কলতানে।
চাঁদের হাসি লাগছে গায়ে,
অমাবস্যার মেঘ চাদর ঢাকে।
চিরকালীন বাউল তুমি,
তোমার খোঁজে, এই আমি।
বিশ্ব-পথিক,তোমায় পাবো,
বলে দাও, ঠিক কি উপায়ে ? -
রংহীন রামধনু
রংহীন রামধনু
-সুব্রত সামন্তরংগুলো হয়েছে আজ রংহীন,
পর্দার আড়ালে দেখি –
শুধুই লাল রং এর প্রতিচ্ছবি।
তবে কী আকাশ মাঝে
আর সব রং গেছে হারিয়ে?
অস্তিত্বের মাঝে যাদের যাচ্ছে না দেখা।
বর্ষার অনুপস্থিতিতে ছিল কোথায়?
এই রংহীন আলো রশ্মি……
যা সমুদ্রের ডাকে মিশে যায়
লবনাক্ত জলের মাঝে।
পেছনে ফেলে রবির দেওয়া
আবছা আলোকে ফেলে ……….
মেশে রংহীন রামধনু।। -
নীল খাম
নীল খাম
-আব্দুল লতিফ মন্ডলতোর দেওয়া দুঃখদের,
উড়িয়েছি নীল খামে ভরে।
ধুলো জমা বইয়ের মলাটে,
অবশিষ্ট সমস্ত সুখ।
আকাশ এলো কাল হয়ে,
ঘনীভূত খামেদের মেঘ।
গগন কাঁদে অঝরে,
মুছে দেয় স্মৃতিকে।
রয়ে যায় ক্ষত,
অম্ল বৃষ্টির মতো।
সাহাজানের স্মৃতিও আজ,
রইল না অক্ষত।
তারও ছিল নীল-খাম,
হয়ত আমারই মতো।