অণু কবিতা
-
অণু কবিতা- পরমানন্দ হৃদয়ে
পরমানন্দ হৃদয়ে
– মানিক দাক্ষিতপ্রকৃতির স্পর্শসুখে আবদ্ধ শিখণ্ডী
উল্লসিত সৃষ্টির অশুদ্ধবেলায়।
অস্তমিত জ্ঞানের অখণ্ডতার বিলোপ ঘটে
খণ্ডতার অশুভ জ্বালায়।জ্ঞানের সঞ্জিবনী শঙ্খ স্তব্ধ
পঞ্চজনা অসুরের মাঝে।
হৃষিকেশ নীরব দর্শক
যতদিন না পাঞ্চজন্য শঙ্খ বাজে।অখণ্ড প্রাণে ক্রিয়ার স্ফূরণ ঘটে
জ্ঞানের উদয়ে।
চৈতন্যস্বরূপের অনুভূতি আলোড়ন তোলে
পরমানন্দ হৃদয়ে। -
অণু কবিতা- মান হুঁশ
মান হুঁশ
– সুজিত চট্টোপাধ্যায়ধনী হতে চেয়েছিলি তো?
হয়েছিস, হয়েছিস দুর্নীতি অগাধ,
চোরাগোপ্তা লুকোচুরি।চেয়েছিলি, কেতাদুরস্ত নামী হতে?
হয়েছিস তো, নাটুকে দাম্ভিক নেতা,
বেচাকেনা মুখোশ ধারী।মানুষ হতে চেয়েছিলি যে?
নাহ্, থাক..
এবার উত্তরটা তুইই দে..
দেখি তোর বুকের পাটা কতো,
কতখানি হিম্মতদার। -
অণু কবিতা- কুঁড়ি
কুঁড়ি
– বিভূতি ভূষন বিশ্বাসছোট্ট আমি ফুলের কুঁড়ি,
পথের ধারে আছি।
পথিক তুমি মিষ্টি ভারী,
তোমার সাথে আড়ি।
আসল কারন,শোনো বারণ,
তুলো না’কো আমায়।
ফুটবো আমি ভোরবেলাতে,
আছি সেই আশায়।
ইচ্ছে আমার আছে ওগো,
যাবো দেবালয়।
পূর্ন হবে সাধ আমার,
তোমার অছিলায়।
সঙ্গ যদি দাও আমায়,
থাকবো আমি নুয়ে।
ধন্য হবে ছোট্ট জীবন,
প্রভুর চরণ ছু্ঁয়ে। -
অণু কবিতা- ভুবনডাঙায়
ভুবনডাঙায়
-সুমিত মোদকফাগুন রাতে আগুন মেখে
তোমায় ডাকি ;
পলাশ শিমুল সঙ্গে নিয়ে
দাঁড়িয়ে থাকি ;তুমি আমার রাঙা মাটি ,
উদাস বাউল ;
তুমি আমার মাদল বোলে
দিশি মহুল ;আগুন মাখছি আগুন ঢালছি
তোমার বুকে ;
আমি পুড়ছি তুমিও পোড়ো
বসন্ত সুখে ;কোকিল সুরে প্রথম ভোরে
আবির ছোঁয়ায় ;
রাঙিয়ে দেবো সবার হৃদয়
ভুবনডাঙায় ।। -
অণু কবিতা- আমার কবিতা
আমার কবিতা
– মানিক দাক্ষিতকবিতা আমার সাতসকালের
সূর্য ওঠা ভোর।
কবিতা আমার সুষম শব্দে
বলবে কথা তোর।
কবিতা আমার ভালবাসার
মনের যাদুধন।
কবিতা আমার সুখ দু:খের
খুশীর বৃন্দাবন।
কবিতা আমার ঘোর প্রতিবাদ
বারুদ ভরা বোম।
কবিতা আমার সলতে দেওয়া
আলো জ্বালার মোম।কবিতা আমায় বাঁচিয়ে রাখে
সকাল থেকে সাঁঝ।
কবিতা আমায় বিবেক দিয়ে
করায় সকল কাজ। -
অণু কবিতা- না কবিতা
না কবিতা
-ডাঃ তারক মজুমদারযন্ত্রণাক্লীষ্ট মেঘেরা ও একদিন
মেঘমল্লার রাগে ধরে গান,
যন্ত্রণাক্লীষ্ট কোন হৃদয়ের গান
কারো কারো কাছে এটা ফান।আটপৌঢ়ে জীবনের বাঁকে বাঁকে
পলি আর দাম্ভিকতা
মনের অতল গহ্বরে তখন
ওষ্ঠাগত প্রাণ বাক স্বাধীনতা।মনটা তখন ছিল নরম
সেই ছোট্ট ছেলে বেলা
ঘাত প্রতিঘাত দিন রাত এখন
সবই শনিবারের বারবেলা। -
অণু কবিতা- জন্মনেয়
জন্মনেয়
ডাঃ তারক মজুমদার
কত শব্দ কত গল্প
ছড়িয়ে আছে চারিদিক
বনস্পতির গলায় দোলে
লতা গুল্মের উজ্জ্বল আলো।খিদের আগুন ম্লান ফাগুন
এ্যানিমিয়ায় আক্রান্ত সমাজ
শ্বাসকষ্টে ওষ্ঠাগত প্রাণ
জ্যোৎস্নাস্নাত সকাল খায় হোঁচট।নষ্ট সময় কষ্ট পায়
সাহিত্য কারিগর
স্বস্তির বিশ্বাস শব্দের ফিসফাস
জন্ম নেয় প্রেমের শ্রেষ্ঠ কবিতা। -
অণু কবিতা- কেন?
কেন… ?
-পরিতোষ ভৌমিক
মা’গো তুর আঁচলখানি এত ছোট কেন
সত্যি করে বলবি কি মা চোখে পানি কেন !
বাঁশ বাগানের মাথার উপর শুধুই শুকনো রুটি
চাঁদ কেন যাচ্ছে ঢেকে “কাগজ পত্রে ত্রুটি” ।
আজ কেন মা মেঘে মেঘে শুধুই অ্যাসিড বিন্দু
ঈশাণ কোণে ভীষণ কালো , লড়াই বিশাল সিন্ধু ।
মানুষ কেন মরছে পুড়ছে, জ্বলছে রোশানলে
কাঁদছে মাতা হাসছে ত্রাতা , দেশটা রসাতলে ! -
অণু কবিতা- কোথায় তুমি সুখ ?
কোথায় তুমি সুখ ?
ডাঃ তারক মজুমদাররাত্রির পায়ে ঘুঙুর বাজে
বেসামাল বহু মুখ
সাদা ভাতের সকাল কাঁপে
সবাই খোঁজে প্রকৃত সুখ।সুখের দাম্ভিকতায় যখন
গ্রাস করে অ-সুখ
দিগন্তে চুম্বন আঁকে জলরাশি
কত দুরে তুমি সুখ?সুখ পাখির পিছনে ছুটে
পরে খসে সম্পর্ক যত
উপোসী মনে শুধু অকারণে
বর্দ্ধিত আজ ক্ষত। -
অণু কবিতা- অযাচিত মন
অযাচিত মন
-তাপসী শতপথী পাহাড়ীআমার উদ্বাস্তু মন
ছোটে শুধু তাহার সন্ধানে,
যা অবিরত পীড়া দেয়
সীমা মাঝে অসীম বন্ধনে।
যত না কাঙ্খিত আমি
তার চেয়ে বেশি অযাচিত।
যত প্রাপ্য মোর সাথে
তার চেয়ে বেশিই বঞ্চিত।
তবু মোর সত্য চিরদিন,
অবিচল নিষ্ঠা পথে
বিশ্ব মাঝে আনিবে সুদিন।