ই বছর দূগ্গা পূজা– সত্য দেব পতি বামুন গাঁয়ের আটচালাতে মাইয়া ছেইলার ভীড় লাগ্যেছে বেদম!বড় বড় ঢোল বাইজছে মাদৈল ধমসা কম,শুনছি হোথায় বড় পূজা কতো লুকের মেলা-লৈতন শাড়ি পৈরছে মেলাই চৈলছে সিঁন্দুর খেলা!হাড়াম হামর বাগাল রাখাল মাথায় গামছা বাঁধা,গলাঘরে বড় পরব উকেও লাগে চাঁদা!মাস পুহালেই তিনশের চাল ঘরেক পাছেই দেই-পরব পাল্যে পিঠা পানা আর […]
কবিতা- এবার জেগে ওঠো
এবার জেগে ওঠো-সত্যদেব পতি লেখার শব্দগুলো আজ দরজা বন্ধ করে দেওয়া শুরু করেবিষাদময় নিঝুম শহর থেকে গ্রামহায়নার বিষাক্ত নখরে ফালা ফালা করছে শৈশব থেকে কৈশোর মন দেহ!প্রতিবাদী মনে ভয়াল মুর্তিমান ছায়াবিশ্বাসের দড়িতে স্বার্থপর আগুন;যৌবনের মৌবন পুড়ে ছাই হয়সকালের কাগজেঅসহিষ্ণুতা পৌরহিত্য করে সমাজের যজ্ঞ কুন্ডেমেরুদন্ড আজ সর্পিল হয়ে থাকেরাজনীতির অলিখিত চাপেতবুও ঘুরে দাঁড়ানো প্রচেষ্টা করেঅপামরে […]
কবিতা- মনের তৃষা…
মনের তৃষা…-সত্যদেব পতি হঠাৎ করে সকালের শরৎ হাওয়াতে হেমন্তের পরিপাটি,তুমি বসেছিলে খোলা জানালায় বেখেয়ালে…আমার বারান্দার রৌদ্রছায়ে টাঙানো তোতোপাখি বেসুরো গানে মত্ত,তোমার এলো চুলে ঝরে পড়ছে হেমন্ত শিশির মুক্তোর মতো তোমার কপোলে–বিনিদ্র নিশা অবসানে ক্লান্ত সূখপাখি…আমার হৃদয় মন্দিরে তোমার প্রেমের হোমাগ্নী,প্রজ্বলিত প্রদীপের আলোকে তুমি ঊজ্বল জ্যোতিষ্কের ন্যায় দীপ্তমান..দুর হতে দেখছি তোমার সাখ্য প্রেমের যজ্ঞাহুতি আমার […]
কবিতা- কে কার নিয়তি?
কে কার নিয়তি?-সত্যদেব পতি আষাঢ়ী বিকেলের পুবালী বাতাস যখন ঈশানের বহে;পুব আকাশে ওঠে গর্ভবতী মেঘ,বাতাসের শনশনী থামলেই শুরুপ্রসব যন্ত্রণা-দিন রাতের মিলন ক্ষেত্রে জন্মদেয় এক অভিনব ক্ষেত্রজ সন্তান!যার নাম রাখে বৃষ্টি। তার জন্মের সময় মাতৃত্বের স্বাদ পায় নিকস কালো মেঘ;পিতৃস্বরূপ তপনের উষ্ণতায় জলীয় পৌরুষ, স্হাপিত করে সে যখন অসীমের ওপারে-তখনই জন্ম নেয় তাদের ক্ষেত্রজ সন্তান। […]
কবিতা- নিশি তৃষ্ণা
নিশি তৃষ্ণা– সত্য দেব পতি মনের আকাশে একটাই চাঁদ-রাতের কুহেলীতে প্রণয় উল্লাস,নিখিলে অখিলে আঁখ মিচলি…তারকাদের ভিড়ে আকাশময় শুধুমাত্র একলা চাঁদের জোছনা ঝালর!পুবালী বাতাস মনে শিহরণ তোলে;বুকের সমুদ্র সৈকত থেকে উঠে আসে ভালোবাসার তুফান’চঞ্চল বাউল বাতাসে ওড়ে বুকের আঁচল!তৃষ্ণার্ত কাকের মতো একটা একটা নুড়ি ফেলে যাই ভালোবাসার কলসে-তলানিতে জমা জল একদিন আসবে কলসের মুখে?আঁজলা ভরে […]
কবিতা -জৈষ্ঠ্যের দখিণা বাতাস,
জৈষ্ঠ্যের দখিণা বাতাস,-সত্য দেব পতি বিরামহীন বিরহী মনে বাসা বেঁধে আছে অতীত,জৈষ্ঠ্যের রৌদ্র দহনে গলে পড়ছে বিশ্বাসের ঘৃত!ক্লান্তিময় দুপুরে দুরের গাছে ঘুঘুর ডাক-বুকের অলিন্দে প্রবাহিত হয় উষ্ণ বাতাস। ভালোবাসার অলিন্দে বন্ধ হয়ে আছে বৈজ্য রক্ত,রুগ্ন সময়ে অলীক বাস্তবের জীর্ণকায় ছবি-অশান্ত বুকে বাড়ে হাহাকার ওঠে সামুদ্রিক তুফান;মরু ঝড়ে বিদ্ধস্ত নিভূ দীপের গাঢ় অন্ধকার!হারিয়ে যায় সবকিছু অসীম […]
কবিতা- সন্দিহান
সন্দিহান– সত্য দেব পতি ঋতুরাজের রক্তিম আকাশের ভাসমান মেঘ,পুবালী বাতাস বহে ফুলের সুবাস-মেঘের পরতের ভাঁজে নীল খামে রাখা ভালো বাসা ;কোথাও পর্বত কোথায় প্রেমিক যুগল ছবি। আমার মনের ক্যানভাস এখন শুভ্রতাময়-জলরঙের বসন্ত বাহার উঁকি দেয় সেখানে,লেখার কলম কাঠিতে কালি এখন অন্তিম!তবুও বলতে হয় সবকিছুই যেন আনকোরা। বিভ্রান্তি ময় সময়ে এলোমেলো ধুলিঝড়,অন্ধকার আকাশে উড়ন্ত বিহগা […]
স্বপ্ন দেখা চোখ
স্বপ্ন দেখা চোখ– সত্য দেব পতি তোমার পাগল করা হাসি,কোথাও তালপাতার বাঁশী –কেউ চাঁদের হাটে ঘোরে,কেউ বা অন্ধকারে মরে!তোমার আলতা রাঙা পাকারো শিশির ভেজা গা| কেউ স্বপ্ন দেখে দিনে-কেউ ভালোবাসা কিনে;কারো স্বপ্নগুলো কালো,তুমি কারো চোখের আলো। কোনো শীতল রাতের কথা,কারো শুনেই বুকে ব্যথা!তোমার উঠোনে কারো ছাপ-প্রেমিক পায় বড়ো সন্তাপ। তোমার ভাবনা গুলো ভেজা’কেউ সেই […]
কবিতা কেন বলোতো?
কবিতা- তবে কি আবারও!
তবে কি আবারও!– সত্য দেব পতি হয়তো আবার ফিরতে চাওয়ার বাসনা জাগ্রত মনের সোপানে,নয়তো নিছক উদ্দিপনামনের সঙ্গোপনে –নদীর জল হয়তো আবার নতুন করে শ্রাবণ ডাকছে অন্তরে!ভালোবাসার নীল পাখিটার কাঁপন ধরলো পিঞ্জরে…ভালবাসার মৃত্যু হবে গুম ঘরে কোনো চিলে কোঠায়;প্রবীণ এসেছে দুয়ারে আবার ও কোনো অছিলায়। স্নিগ্ধতা যেন জৈষ্ঠ দহনে আধপোড়া,স্মৃতির পরতে প্রেম রবে বাঁধা আলমোড়া-সেদিন […]