না কবিতা-ডাঃ তারক মজুমদার যন্ত্রণাক্লীষ্ট মেঘেরা ও একদিনমেঘমল্লার রাগে ধরে গান,যন্ত্রণাক্লীষ্ট কোন হৃদয়ের গানকারো কারো কাছে এটা ফান। আটপৌঢ়ে জীবনের বাঁকে বাঁকেপলি আর দাম্ভিকতামনের অতল গহ্বরে তখনওষ্ঠাগত প্রাণ বাক স্বাধীনতা। মনটা তখন ছিল নরমসেই ছোট্ট ছেলে বেলাঘাত প্রতিঘাত দিন রাত এখনসবই শনিবারের বারবেলা।
অণু কবিতা- জন্মনেয়
কবিতা- ভালোবাসায় সব আছে
ভালোবাসায় সব আছেডাঃ তারক মজুমদার ভালোবাসায় কষ্ট আছেআছে অভিমানকষ্ট পেলে নষ্ট সময়ঝরে অশ্রু সমান সমান । ভালোবাসায় দুঃখ আছেআছে সুখ ছদ্মবেশীমাখামাখি ভালোবাসাঅল্প দিনেই হয় বাসী। ভালোবাসায় ঝগড়া আছেআছে গভীর প্রেমউত্তর কালের জন্যরাখছে ধরে ফ্রেম। ভালোবাসায় আগুন আছেসময় স্রোতে বৃষ্টিচোখের তারায় সব হারায়রোমিও জুলিয়েট সৃষ্টি। ভালোবাসায় আছে শুরুআছে যেমন শেষপূর্ণতা পেলে ভালোবাসাআহা বেশ !বেশ […]
অণু কবিতা- কোথায় তুমি সুখ ?
গল্প- অবিনাশ হৃদয়ে বাঁচো
অবিনাশ হৃদয়ে বাঁচো– ডাঃ তারক মজুমদার ওয়েনড্রিলা যথারীতি খেঁকিয়ে উঠে অবিনাশকে বললো- “তোমার মত লেখক কবিকে ওই রকম লোকেরাই সম্মান জানায়”। বলার মধ্যে অবিনাশ শুধু বলেছিল- “জানোতো ওয়েনড্রিলা, ৩০শে ডিসেম্বর ২০১৯ (দঃ)২৪পরগনার একটি সাহিত্য সংস্থা আমায় “বঙ্গ সন্তান সম্মান২০১৯”এ ভূষিত করবেন। ব্যাস আর যায় কোথায়? সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে উঠেই ওয়েনড্রিলা, যা […]
কবিতা- জীবন এখন
জীবন এখন– ডাঃ তারক মজুমদার জীবন এখন মরুভূমিকিংবা অচেনা পথজীবন এখন রঙিন স্বপ্নভালোবাসার শপথ। জীবন এখন অবুঝ মনএকটু খুশির হাওয়াজীবন এখন আবেগ প্রবণপ্রিয়াকেই কাছে চাওয়া। জীবন এখন প্রতারিতপ্রত্যাশার সিঁড়ি বেয়েজীবন এখন আলট্রা মডার্ণতুমি বলার কে হে? জীবন এখন ধূঁকছে দেখোমারণ ব্যাধির মতজীবন এখন খাঁ খাঁ রোদ্দুরপুড়ছে হৃদয় যত।
কবিতা- মানুষ কোথায়
মানুষ কোথায়– ডাঃ তারক মজুমদার মানুষ কোথায় এখনচারিদিক শুধু আকৃতি মানুষ।মান আর হুঁশ উবে গেছে কবেইপড়ে আছে শুধু রঙিন ফানুস। দেখতে অবিকল মানুষের মতঅথচ মানুষ নয়পুঁথিগত বিদ্যায় শিক্ষিত এরাতবু মূল্যবোধের অবক্ষয়। প্রেম ভালোবাসা বিলুপ্ত প্রায়হৃদয় ক্যানভাস থেকেছলা কলায় নিয়েছে আশ্রয়আকৃতি মানুষ একে একে। লোভ লালসায় পূর্ণ জীবন এখনহিংস্রতার বিভীষিকাচলো সাহিত্য করি। সাহিত্য সাথীসময় […]
কবিতা- আবেগ কম্পন
আবেগ কম্পন– ডাঃ তারক মজুমদার প্রেমের সম্পর্কে যখন ধরে ফাটলঅস্তরাগে সূর্যের মাথায় অঙ্কুরওষ্ঠাগত প্রাণে সুমিষ্ট ফলশত প্রশ্ন মনে রাত্রি হল দূর…। রোমান্টিক সিনেমা দেখা শেষ হলেক্লান্তির কালো চোখসব কিছু দ্রুত বদলায়বিধ্বংসী প্রাণে হায়! হায়! প্রতিশ্রুতি বহুদিন তবুও যাই ভুলেসম্পর্কের সাতকাহন মধু সন্ধানী মৌমাছিদল ফিসফিস শব্দেতুলেছিল ঢেউ আবেগ কলম..
কবিতা- কি মুশকিল!
কি মুশকিল!– ডাঃ তারক মজুমদার কি মূশকিল !কোথায় থাকি নিরাপদে?বিধ্বংসী বিপন্নতার জালবিছিয়ে দিয়েছে দেশ সীমানা গন্ডি পেরিয়ে। অর্থ আজ অর্থহীন দুর্নাম ঘুচিয়েঅথৈ জলে হাবুডুবু আমাদের চেতনা। অর্থ আজ নির্লজ্জ অর্থনীতিতবুও কিছু কিছু শব্দার্থ খুঁজতে খুঁজতেসময় যায় গড়িয়ে। অর্থ লোভী মানুষ পরিচ্ছন্নতা হারায়লুকিয়ে থাকা মুখোশের আড়ালে। যত সহজে অমূল্য বক্তব্য যায় রাখাতত সহজ নয় […]
কবিতা- কবি হয়ে ওঠা হলো কৈ
কবি হয়ে ওঠা হলো কৈ– ডাঃ তারক মজুমদার কবিতা লিখতে লিখিতে কখন যেনপার হয়ে গেলো পঁচিশটা বসন্ত । এখন বদমেজাজি কোন সম্পাদককে দেখলেইকবিতাকে গুছিয়ে রাখি ডাইরীর ভিতর।আসলে আমি এখনো কবি হয়ে উঠতে পারিনি,কিছু সাহিত্যিকের অমূল্য মতামত।আমার পূর্ব পুরুষ যে ভাবে কবিতা লিখতেনআমিও সেভাবে হাঁটছি এবড়ো খেবড়ো পথে। অন্ধকারে ছড়িয়ে আছে যত সব স্তব্ধতাব্যালকনিতে […]