-
কবিতা- ফুটে আছো
ফুটে আছো
– পলি ঘোষফুলের মতো ফুটে আছো আমার হৃদয়ে গহিনে।
একা আমার ভালো লাগে না আজ তোমায় ছাড়া,
তুমি ছাড়া আমার মনের গহীন আঁধারের কালো মেঘের খামে বন্দি।
পাখি হয়ে এসো না উড়ে আমার মনের গহীন অরণ্যে।আমি তোমার মনের মন্দিরে গিয়ে চমকে দেবো
কোনো এক অমাবস্যার রাতে।
বিভোর স্বপ্নে তোমায় বন্দী করবো আমার হৃদয় কাননে।আকাশের নক্ষত্র আভায় রজনীর শব্দহীনতায়
আমি হয়ে রব এক নির্বাক প্রেমের গন্ধ।
আমি জানি আকাশ পৃথিবী
আমি জানি ইন্দ্র ধনু প্রেম আমাদের ।স্বপ্নের মতো ছিঁড়ে ফেলেছি আজ ডায়েরির পাতা।
সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা ।
ছিঁড়তে পারিনি আমার মনের পাতা।
যেখানে জমে আছে জীবনের অনেক ব্যাথা। -
কবিতা -একই বৃন্তে দুটি কুসুম
একই বৃন্তে দুটি কুসুম
-পলি ঘোষনীল আকাশে দেখো আজ চাঁদ উঠেছে
ঝলমলে চাঁদের আলো আজ বলছে
আজ আমি ঈদের আনন্দ বার্তা নিয়ে এসেছি
আনন্দেতে নাচব ;গাইব মোরা তাই ;
সবার ঘরে আসবে ফিরে খুশিরই জোয়ার
নতুন ভোরে সকলে মিলে নতুন পোষাক পরবো মোরা তাই
ধনী গরীব থাকবে না তায়
দেখবে সবাই এক মানুষের পাল
ভোরে উঠে যাবে সবাই ঈদ গাইতে
ঐক্যবোধের মিলন হবে ঐ ঈদেরই মাঠে
ঈদ বিনিময় করবে সবই সকল রাস্তাঘাটে।
পথ শিশুদের দুঃখ দূর করবে সবাই আপন হয়ে
হিংসা বিবাদের ভুলে গিয়ে ঈদের জয়গান করবে সকলে
ধনী গরীব পথের সকল মানুষ বিভোর হবে ঈদ আনন্দে
পণ করবে তাই করো প্রতি অবহেলা আর তো নয় ভাই।
গলা মিলিয়ে গাইবো তাই একই বৃন্তে দু’টি কুসুম
হিন্দু মুসুলমান। -
কবিতা- দুষ্টু মিষ্টি চিঠি
দুষ্টু মিষ্টি চিঠি
– পলি ঘোষপ্রিয় জানো আজ সকালের রোদ্দুরে তোমাকে দেখলাম কৃষ্ণচূড়ার তলায়।
দেখলাম তোমায় আমার হৃদয় আঙিনা জুড়ে।
জানো প্রিয়
তুমি ঠিক একই আছো, ঠিক একই রকম,
একই আছো শুধুই ভালোবাসাটুকু বাদ দিয়ে।তোমার জীবনে আছে আরাম আর বিলাসিতা,
আর আমার জীবনে উজ্জ্বল ভবিষ্যত গড়ার প্রচুর চাপ ।
আমি দূরে দূরে বহু দূরে থাকি,
তাই তো একলা মনে নিজের ছবি আঁকি।
কিন্ত প্রিয় ডাক যখন ডাকে আমায় ,
বারং বার কাছে আসবার জন্য,
তখনই হৃদয় জুড়ে বসন্ত জাগ্রত।
আমি দেখলাম তুমি স্কাই ব্লু রঙের
পাঞ্জাবী পরে চপের দোকানে,
চারিপাশে কিছু মানুষের ভিড় কোলাহল,
সবাই এখন ভীষণ ব্যস্ত,
তারপর তোমার ভীষন তাড়া,
আজ দেখি তুমি আমাকে ভুলেই গেলে চিরতরে,
এ এক আশ্চর্য অনুভূতি,
প্রিয় আজকাল
পিছন ফিরে দেখো না একবার ও,
সেখানে আমি তোমার পাশেই ছিলাম।এখন দেখি তুমি ঘুম চোখে বসন্তের গন্ধে কাতর।
-
কবিতা- ব্যথাহীন এক নারী
ব্যথাহীন এক নারী
-পলি ঘোষব্যথার বারান্দায় বসে আছি,
তালি দেওয়া আমারি পর্ণ কুটিরে,
মাটির দেওয়ালে দেখি এক নির্বাক প্রেমের গন্ধ।
সামনে নিকোনো আঙিনা,
কাঠের উনুন আর মাটির হাঁড়িতে,
ধোঁয়া ধোঁয়া গন্ধ ওড়েনি কত যে প্রহর রাতে,
আজ সামান্য ভাতের উৎসবে মাতেনি শূন্য আঙিনা।
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত এলাকায় ক্ষয়ে ক্ষয়ে,
অলক্ষ্যে উদ্ভাসিত ব্যথার অনুভূতি মিশে একাকার এক নির্বাক শ্রোতা এক নারী,
শুকনো পাতার ধূসর শূন্যতায় নির্বাক হয়ে চেয়ে থাকা। -
কবিতা-ছলনা
ছলনা
-পলি ঘোষবৈশাখী রোদে আবার বেজেছে ,
রঙীন কাঁচের চুড়ি
দখিনা বাতাসে আজ ওড়াবো
আমার মনের ঘুড়ি।
বাসন্তী রঙ এর শাড়ির ভীড়ে,
আজ আবার হারাবো কৃষ্ণ চূড়ার তলে
বৈশাখের অস্তিত্ব আজ
আমার হৃদয় গ্রথিত ।
সমগ্র অস্তিত্বে বৈশাখ প্রভাব ফেলে,
তোমার জন্য দিলাম সব সুর,
আমার জন্য না হয় থাক ছন্দ।
নতুন বছর বয়ে আনুক অনবিল আনন্দ।
মনের কথাই তাই আজ বলেছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে,
রঙ মেখে ললনা
হেলে দুলে চলনা,।
এমন মিষ্টি দিনে কেউ
কোরো না ছলনা। -
দুরত্ব
দুরত্ব
-পলি ঘোষআজ তোর আমার মাঝে বলতো কোথায় এতো দুরত্ব?
কি ভালোবাসার দুরত্ব?
হয়তো ভালোবাসা এতো গভীর বলে,
আজ দুরত্ব গভীর বলেই তোর কথা মনের গভীরে অনেকটা জায়গা জুড়ে আছিস।
ঠিক সমুদ্র সৈকতে ঢেউ এর মতো গভীরতা।
আজ সারারাত জেগে শুধু তোর কথা মনে পরে।
জানি না কি আছে তোর ওই নির্মল শাশ্বত মুখের হাসিতে।
আজ তোকে পেয়েছি আমি আমি আমার অজানা পথের পথিক হয়ে।
তাই অনেক পূর্বের কিছু স্বপ্ন আঁকা থাকবে তোর ভালোবাসা ।
দুরত্ব গভীর হোক আমি তোকে নিয়েই প্রহর কাটাবো।
তোকে নিয়েই আমি দেখবো এক নির্বাক স্বপনের জগৎ। -
কুসুম ঝরা
কুসুম ঝরা
-পলি ঘোষকুসুম ঝরা এই বনপথে
তোমার আশায় মুকুলগুলি
চেয়ে আছে আজি প্রভাত হতে।
তোমার আশার অনুরাগে
আমারই হৃদয় মাঝে শিহরণ জাগে।
তাই তো কন্ঠে বাজে কুহুর কুজন,
আজ আমি নিজেকে ভাসিয়েছি,
তোমারই এক চিলতে রৌদ্রোজ্জ্বল মিষ্টি হাসিতে আকাশের আলোর স্রোতে ।
ভোরের প্রথম আলোয় তোমায় দেখার অপেক্ষায়।
তাই তো তোমার প্রতীক্ষায় প্রতি প্রহরে ধূসর চোখে স্বপ্ন আঁকা ।
তোমার দু’চোখে স্বপ্নে মাখা
স্বপ্নে ভেজা সেই চোখের টানে,
কোমল পলি মাটির উর্বর লাল গালিচায় শুধুই আজ তোমার অপেক্ষায়,
হৃদয় জমিনে সযত্নে রেখেছি প্রিয়,
তাই তো প্রতি প্রহরে মনের গহীনে বাসর সাজাই,
এ মন আজ নীরবে ভেসে যায় তোমার মনের শূন্য পানে।
নীল রঙের কিছু স্বপ্ন আঁকি তোমার আমার মনের নীরবতার নয়নে নয়ন মেলে।
এখন ও তুমি আমার কবিতা হয়ে থাকা এক মিষ্টি প্রেমের কাব্য ।
আমি বিনিদ্র রাত কাটিয়েছি তোমার মনের আঙিনায়।
এক গভীর ঝড় উঠেছিল বুকের গহীনে স্তব্ধ নিথর মূক ।
ঐ নীল আকাশ আর বিশাল জলরাশি সাক্ষী হয়ে থাক আমার স্বপ্নের প্রেমের কাব্যের।
আমি যে তোমাতে ডুবে ভুলি আমার অতীত।
কল্পনায় সাগর তীরে হাঁটি তোমার হাতে হাতটি ধরে বর্তমানকে সাক্ষী রেখে।
ঢেউয়ের মাঝে বিলাই তোমার আমার বর্তমান। -
নীল পরী
নীল পরী
-পলি ঘোষআপন হাওয়ায় ভেসে ভেসে আজ আমি হারিয়ে অনেক দূর দিগন্তে।
আজ ভোরে যখন তোমার ছবি আঁকি ছাড়াই রং তুলি দিয়ে কাঁচের জানালার পাশে বসে থাকা মেঘের কোলে ঢলে পড়ার ইচ্ছা এক মৃদু হাসির কিছু স্বপ্ন।
জানালার পর্দা সরিয়ে ফেলা বাস্তবায়ন এক নির্বাক প্রেমের গন্ধ কেমন করে সাজিয়ে দিলে আমার চোখে মুখে।
হঠাৎ করেই বুকের মাঝে সুখের স্বর্গ খুঁজে পেলাম একটু বেশি সময় ধরে আদর সোহাগ করে।
হাজার তারার মেলা আর চাঁদের আলোয় আলোকিত এক মৃদু হাসির আড়ালে লুকিয়ে দুর অজানা অচেনা এক পাহাড়ী মিলন মেলা।
একশ কোটির বছর পর জন্ম নিয়ে আবার নতুন করে আসবো ফিরে তোমার মনের মন্দিরে।
জানি না কোন অভিমান করে আমায় ছেড়ে আছো তুমি হৃদয় জুড়ে যে আমার চোখে এক নির্বাক প্রেমের গন্ধ হয়ে।
আজ পেখম রঙ হারাবে দৃষ্টি প্রভাতে রবির আলো জেগে উঠুক অন্তরে অন্তরে অভিমানে কেঁদে চোখের কোণে জমে থাকা মেঘের কোলে বৃষ্টি ভেজা গোলাপের পাপড়ি হয়ে।
-
আঁকা থাক আমার চোখে কিছু স্বপ্ন
আঁকা থাক আমার চোখে কিছু স্বপ্ন
-পলি ঘোষআজ এই নিঝুম সকলে কিছু স্বপ্ন আঁকা থাক আমার চোখে ।
আমার মনিকোঠায় ভরে উঠুক নতুন সূর্য ওঠা এক ঝলসানো রুটি।
উদাস হাওয়া বইছে খুশির আমেজ পরিপূর্ণ তৃপ্তি ভরে উঠুক অন্তরে মোর।
উষার আলোয় মাখামাখি হয়ে মন আজ পেখম তোলা এক ময়ূর।
স্বপ্নের রাজকন্যা আঁখি মণি তুমি লিখো তোমার মনের মন্দিরে।
আমার জীবনের সবচেয়ে প্রিয় কবিতার প্রথম কলি ফুটে উঠেছে সারা আকাশ জুড়ে।
আমার প্রতিধ্বনি শুনতে আজ ভোরে তুমি দিলে আমার চোখে ঘুম ভেঙে এক মৃদু এলোমেলো আঁকিবুকি ভাবনার জগৎ।
ঐকান্তিক দেখা এক মৃদু হাসির কিছু স্বপ্ন আঁকা থাক আমার চোখে।
আজ পেখম তোলা এক পথিক পরাণ পাখি তুমি লিখো তোমার মনের মন্দিরে মন্দিরে।
-
কু ডাক
কু ডাক
-পলি ঘোষএই তুমি শুনছো
জানো আজ তুমি আসবে বলে
এই কুসুম ঝরা বনপথে
তোমার আসায় আজ মুকুলগুলি
অবাক হয়ে চেয়ে আছে আজি প্রভাত হতে
তোমার আশার অনুরাগে
পাতায় পাতায় শিহরণ লাগে
আজই কন্ঠে আমার কুহুর কুজন জাগে
আজই আমি নিজেকে ভাসিয়েছি
আকাশ আলোর স্রোতে
ভোরের আলোয় তোমার দেখা
তোমার দু’চোখে স্বপ্নে মাখা
স্বপ্ন ভেজা সেই চোখের টানে
এমনি আমি ভেসে যাই যে শূন্য পানে
নীল রঙের কিছু স্বপ্ন আঁকা থাক আমার চোখে
এই বিশাল নীল আকাশ আর সুনীল
জলরাশি সাক্ষী হয়ে থাক সেই স্বপ্নের l