কবিতা- দেবীপক্ষ

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।   দেবীপক্ষ-সুশান্ত সিনহা     আজ ভোরভোরের শিশির তোরতোর ভুরুর মাঝে বাঁকা শিকলখানাঝাঁ চকচক্ ইলিশ মাছের আঁশ শিউলি পাতায় উপচে পড়া রোদরোদ পিচ্ছিল পোস্তবাঁটা গালস্বর্ণপুরে লোলুপ শীতল বোধ(তোর) মুষ্টি বোঝাই নপুংসকের ছাল আজ রাতরাতের পাখি তোরতোর ঝাপসা চোখের দৃষ্টি আনমনাশিকল ভেঙে আজ একটু হাস্ (সেই) ইস্টিশানের ছাতিম গাছের তলতল […]

কবিতা- কেন ফিরে আসে

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।    কেন ফিরে আসে-সুশান্ত সিনহা     চোখের তারায় ভেসে থাকা কিছু মুখসুখের সুতোয় জাল বোনে সারা দিনকিছু মেঘ ভারী জল নিয়ে ইতিউতিকিছু বালি মেঘে নানা রঙ অমলিন মেঠো পথে কিছু মুঠো পাতা আনমনেনিরক্ত আবেগ সিঁদ কাটে প্রাণপণেজীবনের পথে ফেলে আসা ভুল-চুকবেহাগের তালে ঠোকা দেয় টুক-টুক আবার যদি পেতাম […]

কবিতা- বড়ো ইচ্ছে করে জানতে

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।   বড়ো ইচ্ছে করে জানতে-সুশান্ত সিনহা     যাওয়া আসাটা বহুদিন হলো বন্ধচোখের দ্যাখাও দেখতে পাই না আরবড়ো ইচ্ছে করে জানতে কেমন আছো, জরাসন্ধ ?কেমন আছে লোকজন সব তোমার নতুন পাড়ার? ঢেঁকি-ছাঁটা চাল দিয়ে যায় বিধুমাসী?গোফুরের আনা ছাগলের দুধ এক পোয়া?খঞ্জনী তালে মঙ্গলে আসে সন্ন্যাসী?মেজো খুড়িমার দু-বেলা উঠোন […]

কবিতা- আরও একদিন

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।   আরও একদিন-সুশান্ত সিনহা     কে ঘণ্টা বাজায় মন্দিরের?কিন্তু সে ঘণ্টা তো খোলা হয়েছে বহু কালযেদিন থেকে দেব দিয়েছেন পাড়িরাত কুহকীর প্রলাপ চলে সারা রাত। ভোজনালয়ে আওয়াজ হয় বেশীপদ কিন্তু একমুঠো চাল, তাও-ভাতের সাথে ফেনিল তরল মুফতকণ্ঠভরা মদিরা সুরের ভাও। আজকে যেন পেটটা ভরাট লাগে!পুঁইশাক লতা একখান […]