• কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

    কবিতা- দেবীপক্ষ

    ।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

     

    দেবীপক্ষ
    -সুশান্ত সিনহা

     

     

    আজ ভোর
    ভোরের শিশির তোর
    তোর ভুরুর মাঝে বাঁকা শিকলখানা
    ঝাঁ চকচক্ ইলিশ মাছের আঁশ

    শিউলি পাতায় উপচে পড়া রোদ
    রোদ পিচ্ছিল পোস্তবাঁটা গাল
    স্বর্ণপুরে লোলুপ শীতল বোধ
    (তোর) মুষ্টি বোঝাই নপুংসকের ছাল

    আজ রাত
    রাতের পাখি তোর
    তোর ঝাপসা চোখের দৃষ্টি আনমনা
    শিকল ভেঙে আজ একটু হাস্

    (সেই) ইস্টিশানের ছাতিম গাছের তল
    তল থেকে সেই উষ্ণ-মাতাল ভয়
    গাছের ডালে নতুন পাতার ঢল
    কাশ ফুটেছে সুদূর মাঠময়

  • কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

    কবিতা- কেন ফিরে আসে

    ।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

     

    কেন ফিরে আসে
    -সুশান্ত সিনহা

     

     

    চোখের তারায় ভেসে থাকা কিছু মুখ
    সুখের সুতোয় জাল বোনে সারা দিন
    কিছু মেঘ ভারী জল নিয়ে ইতিউতি
    কিছু বালি মেঘে নানা রঙ অমলিন

    মেঠো পথে কিছু মুঠো পাতা আনমনে
    নিরক্ত আবেগ সিঁদ কাটে প্রাণপণে
    জীবনের পথে ফেলে আসা ভুল-চুক
    বেহাগের তালে ঠোকা দেয় টুক-টুক

    আবার যদি পেতাম ফিরে সেই পাতা
    যন্ত্রনাগুলো শুধরে ছেঁকে ভরতাম
    গরমিল যত মন ভার করা খাতা
    আপত কালীন যত্নে তুলে রাখতাম

    বাতাসের কোলে ছবি আঁকা আলপনা-
    বন্ধুর হাত বন্ধুর বিপ্র-দ্বারে চেনা
    বিবর্ণ কোলাজ ফুটে ওঠে বৈরী রাগে
    স্মৃতির আকাশ বিন্দু বিন্দু জমা ত্যাগে

  • কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

    কবিতা- বড়ো ইচ্ছে করে জানতে

    ।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

     

    বড়ো ইচ্ছে করে জানতে
    -সুশান্ত সিনহা

     

     

    যাওয়া আসাটা বহুদিন হলো বন্ধ
    চোখের দ্যাখাও দেখতে পাই না আর
    বড়ো ইচ্ছে করে জানতে কেমন আছো, জরাসন্ধ ?
    কেমন আছে লোকজন সব তোমার নতুন পাড়ার?

    ঢেঁকি-ছাঁটা চাল দিয়ে যায় বিধুমাসী?
    গোফুরের আনা ছাগলের দুধ এক পোয়া?
    খঞ্জনী তালে মঙ্গলে আসে সন্ন্যাসী?
    মেজো খুড়িমার দু-বেলা উঠোন ধোয়া?

    কলমী এখনো বারো সের দুধ ধরে?
    বাছুরটা এখনো হারায় এদিক ওদিক?
    রাগালে পরে খাঁদুর মা এখনও গাল পাড়ে?
    বাজি রেখে এখনো মুরগি ধরে ফটিক?

    লাউগাছটা কী হৃষ্টপুষ্ট হলো?
    কুমড়ো-লতা শাখা ছেড়েছে চালে?
    বেগুনগাছে ওষুধ দিয়েছ কালও?
    লেবু গাছটার ফুল এসেছে ডালে?

    বুলবুলিটা রোজ সকালে আসে?
    গম ছড়িয়ে পায়রাগুলো ডাকো?
    শালিক দুটো ঝগড়া করে কার্নিশে?
    বেড়ালটাকে ঘুম পাড়িয়ে রাখো?

    বড়ো জানতে ইচ্ছে করে তোমার কথা,,,
    কেমন আছো তোমরা…
    ঘরের ভিতর গুমোট গরম-
    আকাশের মুখ গোমড়া

    আকাশ আমার শূন্য হাটখোলা
    বিকেলের ছাদ মিশছে দিগন্ত ভালে
    দৈনন্দিন উত্তরীয় বাতাসী দোলা
    বিষুবরেখা অভিশাপ আঁকে কপালে।

    দিনে একবার তোমার কথা ভাবি
    দাবার খেলায় রোজ হারতে তুমি
    ফিকে হয়ে আসে সমস্ত সুখের ছবি
    জরাসন্ধ, সত্যি বলো না,- কেমন আছো তুমি???

  • স্মৃতি সাহিত্য পুরস্কার

    কবিতা- আরও একদিন

    ।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

     

    আরও একদিন
    -সুশান্ত সিনহা

     

     

    কে ঘণ্টা বাজায় মন্দিরের?
    কিন্তু সে ঘণ্টা তো খোলা হয়েছে বহু কাল
    যেদিন থেকে দেব দিয়েছেন পাড়ি
    রাত কুহকীর প্রলাপ চলে সারা রাত।

    ভোজনালয়ে আওয়াজ হয় বেশী
    পদ কিন্তু একমুঠো চাল, তাও-
    ভাতের সাথে ফেনিল তরল মুফত
    কণ্ঠভরা মদিরা সুরের ভাও।

    আজকে যেন পেটটা ভরাট লাগে!
    পুঁইশাক লতা একখান পেয়েছি পাতে
    ছোটো মেয়টা সর্দি ভেজা ঠোঁটে
    ঝাল ঝাল বলে অনর্থে চেঁচায়।

    কাল বলেছিলে ভর্তি হবে ঝোলা
    আসতে গিয়ে হোঁচট খেয়েছি পা’য়
    ভুল করে পথ কখন গিয়েছে ঘুরে
    খাল দিয়ে জল উল্টো দিকে ধায়।

    কালের ব্যামোয় ঢাকা দিয়ে রোজ শুই
    উঁকি মেরে দেখি হাঁড়ির ফুটো দিয়ে
    রবির হাসি পালটেছে কি ভোরে?
    স্নিগ্ধ বাতাস এলো কি শমন নিয়ে?
    আরও একদিন বাঁচতে হবে আমায়!
    আরও একদিন ঝলসানো মৌচাক!
    আরও একদিন বাঁক খাওয়া শিরদাঁড়া
    কাঁপা কাঁপা ঠোঁট বিশ্বাসে নির্ব্বাক!!

You cannot copy content of this page