কবিতা

মৃত্যুর পরে

মৃত্যুর পরে
-অমরেশ কুমার

 

মৃত্যুই সত্য, মৃত্যুই জীবনের শেষ ঠিকানা
মৃত্যুই দিব্য, মৃত্যুর শেষ পরিণয় সবার অজানা ।
হারায়ে গিয়াছে সুখ, হারায়ে গিয়াছে সব কিছু
তাও যেন মৃত্যুর ভয়, আসিছে পিছু পিছু।।

জীবনের শেষ বেলাতে আসিয়া
দু’চোখ স্মৃতিতে ভাসিয়া
সদা মনে হয় , এই বুঝি যাই
সাঁঝের ঘন্টা বাজিতে আর দেরি নাই ।।

যাইতে হইবে ফেলিয়া ,সবকিছু ভুলিয়া
ছিলাম পরম সুখে, এ বিশ্ব মাতার বুকে
করিতে হইবে মায়া ত্যাগ, অবশেষে দেহত্যাগ।
মৃত্যু শয্যায় শায়িত হইয়া স্বর্গরথে যমপুরিতে যাই
যমের দেশে এর চেয়ে ভালো আর ঠিকানা নাই ।।

প্রশ্ন জাগে মম মনে-
যমালয়ের প্রাসাদ ঘুরিয়া
ফিরিয়া, কি আসিয়াছে কেউ?
রহিয়াছে কি কেউ এমন চেনাজানা?
সুধাই তারে আমি,
হে বন্ধু, তুমি শোনাও যমের বাণী
মৃত্যুর পরে কি ঘটে সেথা
শুনিব আমরা, শুনিবে বিশ্বমাতা ।।

আত্মার তো মৃত্যু নাই , আত্মা অবিনশ্বর
আত্মা দেহে দেহে বিরাজমান
দেহের মৃত্যু রহে , রক্তে-মাংসে গড়া দেহ
বিলীন হয় শ্মশান কিংবা কবরে
প্রিয়জনের দেহ বিলিনের সাথে আত্মা পুনরায় ধারণ করে কোন দেহে ?
দেহের লিঙ্গ রহে , আত্মার তো লিঙ্গ নাহি
তবে , মৃত্যুর পরে প্রাণের পুনরাবির্ভাবের এত কেন ভেদভেদী ?

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>