অণু কবিতা
-
অণু কবিতা- বীজমন্ত্র
বীজমন্ত্র
– সুজিত চট্টোপাধ্যায়ভালো থেকো..
বললেই কী ভালো থাকা যায়?
শর্ত আছে না,
ভালো রাখার শর্ত; পুরণ করেছিস?
না? হায়, তবে হলো না।
বীজ বপন কর, তবে তো ফসল,
ভালোবাসার, ভালোরাখার আনন্দ ফসল।
নে, এইবারে ভালো থাক
এইভাবে আজীবন,
ভালো রাখাই ভালো থাকার বীজমন্ত্র ।। -
অণু কবিতা- জীবন যাদু
জীবন যাদু
– দেসা মিশ্রআকাশের গায়ে কালো ধোঁয়ার মত হাত যেন ছুটে আসে ফুলেদের দিকে,
নিঃশ্বাস বন্ধ হয়।
আগুনের রঙ আরো হিংস্র হয়ে পুড়িয়ে দেয় স্বপ্ন, – আগামীর ভোর।
ঘুম ভেঙে শিশু দেখে আঁচলহীন জীবন।
ঘাসের রঙ পাল্টে লাল।জীবনের চেয়ে বড় মঞ্চ নেই… যাদুর
মেলায় ঘুরছি হর রোজ।
দিনের শুরুতে আমরা সবাই রাজা দিন শেষে নিখুঁত ভিক্ষুক। -
অণু কবিতা- যখন প্রতিবাদ
যখন প্রতিবাদ
– সুজিত চট্টোপাধ্যায়কপালে চিতা জ্বলছে
বুকে পাথরের স্তুপ।
এখানে সূর্য আগুন ঝরায়
সমুদ্র এসিড।
রোবসপিয়র এখনো জীবিত
গিলোটিন পরাস্ত মিথ্যা চাতুরীর কাছে।
প্রতিটি গৃহের কোনায় কোনায়
দানা বাঁধছে যুদ্ধ।
ইতিহাস ফিরে ফিরে আসে
এবার পদপিষ্ট হও রোবসপিয়র,
কিষাণ দল হাঁটছে, চোয়াল শক্ত করে
ভয় বেড়ালকে দেখিও, ওরা বাঘের বাচ্চা। -
অণু কবিতা- হেমন্তের পাখি
হেমন্তের পাখি
– অতীশ দীপঙ্করবসে আছি উত্তরের বাতাস আসবে ঘরে;
নিশীথ নির্জনে শত নক্ষত্র আঁধার এখানে;
পুষ্করণী চুম্বন করে মরা পাতার শব্দ নিয়ে
নিস্তব্ধতার মাঝে ঘুঙুরের শব্দে পাতা ঝরে!
উড়ে যায় রাতপাখি মহা শূন্যে খুব ভোরে
শুধু দেখি অমানিশার অন্ধকার চারিদিকে!
খুঁজে চলি হিমেল বাতাস এ প্রান্তরে বসে–
আলোক বিন্দু হতাশার সমুদ্র হতে বহু দূরে! -
অণু কবিতা- জানালা
জানালা
– সুজিত চট্টোপাধ্যায়মন খারাপ হলেই
জানালা কাছে ডেকে নেয়।হৃদয়ের কপাট খুলে দিয়ে বলে
এই দ্যাখ, চলমান সুখ।চোখ থেকে মনের দুরত্ব কত!
মন থেকে মস্তিষ্কের?কবি জানে, তবুও কে জানে কেন
কবিতায় ফাঁক থেকেই যায়।আসলে কবি নয়, জানালা সব জানে
অনেক দূর পর্যন্ত, যতদূর মন যায়, যতদূর। -
অণু কবিতা- কুঁড়ি ফুটেছে
কুঁড়ি ফুটেছে
– অমিতাভ সরকারমন চেয়েছে তোমার আমার,
চুপ থাকলে কি আর হবে।
ফুল ফুটেছে গাছ সেজেছে,
আর প্রেম কি আড়ালে রবে?চন্দ্র কিরণে হাসির জোয়ার,
তারারা মিটিমিটি হাসে।
প্রেমের তরী পারে ভিড়েছে,
ভাসবে সোহাগ রসে।ভাটিয়ালি সুরে নদী বয়ে যায়,
ছাওনি ঢাকা তরী।
দুজনের প্রেমে আকাশ দুলছে,
চাঁদের আলোয় হেরি। -
অণু কবিতা- পথের শিশু
পথের শিশু
– সোমকাঁদছে কত পথের শিশু
ঝরছে চোখে জল।
একমুঠো ভাত পাবার আশায়
জীবনটা নাজেহাল।ডাস্টবিনেতে খাবার জোটে
কুত্তার সাথে লোড়ে।
শীতের রাতে ঘুম আসে না
ছেঁড়া জামায় মুড়ে।স্বপ্ন ওদের চোখের পাতায়
একমুঠো ভাত খাবার।
দুঃখ চেপে হাসি মুখে
দিন পেরিয়ে যাবার! -
অণু কবিতা- স্নিগ্ধ
স্নিগ্ধ
– রাজশ্রী রাহা চক্রবর্তীসমুদ্র শান্ত
তবু উন্মাদ গভীর ভালবাসায়
স্নিগ্ধ সমাহিত
তবুও উচ্ছাসে ভেঙে পড়ে
কিসের আশায়।গভীর অরণ্য যদি
শান্ত থাকে নিভৃত স্বপনে
অনন্ত শান্তি তার
জেগে ওঠে পাখির কুজনে।তেমনি শান্ত থাক
অস্ফুট কিছু আকুলতা
কখনো তুমুল ঝড়ে
ভাঙবেই তার নীরবতা। -
অণু কবিতা- কাঁটাতার
কাঁটাতার
-জিৎ সাহ
অযাচিত অনুপ্রবেশে ছিঁড়ে যায় তন মন,
জানি না, কি কারন !
বারে বারে বিচলিত হয় উতলা প্রায় মম হৃদয়।
ছিঁড়ে যায় তানপুরা, হারিয়ে যায় সুর।
ছিঁড়ে যায়
ইতস্তত স্মৃতিরা সব উদ্ভ্রান্ত উল্কাপিন্ডের ন্যায় ধায়!
–এই বুঝি পথ হারায়।
হয়তো বা কৃষ্ণ গহ্বরে হায় !
তবুও
হাতড়ায় দুর্ভেদ্য আঁধারে জানি না কিসের অভিপ্রায়। -
অণু কবিতা- হাস্যকর
হাস্যকর
– শম্পা সাহাবছরের চারটে দিন নারী শক্তির জাগরণ
আবাহন আত্মশুদ্ধি মন্ত্রোচ্চারণ
পরিণতি বিসর্জন
নোংরা পূঁতিগন্ধময় ক্লেদাক্ত জলে
ধুয়ে যায় রং গলে যায় মাটি
খড়ের কাঠামো দাঁত বের করে হাসে
আঙ্গুল তোলে সেই সমাজের দিকে
যাদের সারা বছর ধর্ষণ নারী নির্যাতন
ভিড়ে অথবা ফাঁকা পেয়ে
শারীরিক বা মানসিক নিষ্পেষণ
তারপরে হাস্যকর এই
বার্ষিকী শারদীয়া মাতৃ পূজন!