হেভেনিয়া -শম্পা সাহা একটা গোলাপি শহরের সরু মেঠো রাস্তা ধরে একটি মেয়ে একা হেঁটে চলেছে।হলদে গাছের মাথায় মাথায় সোনালী ফুল।চেনা নয় তবু সুন্দর।যা কিছু মন।ভালো করে তাই তো সুন্দর!তাই নয় কি? গোলাপি কেন ?কারণ শহরের প্রতিটি বাড়ি ,রাস্তা, গম্বুজ, চার্চ, দোকান পাটে গোলাপি র উৎসব।অবাক লাগছে সুন্দর লাগছে ,নেশা ধরে যাচ্ছে। মাথার উপরে চমকে তাকায়!আকাশ […]
গল্প- “রইবো দোঁহায় মুখোমুখি”
“রইবো দোঁহায় মুখোমুখি”-শম্পা সাহা আহা! বাঙালি রান্নার কথা বলবে, ভাববে, ভাবতে ভাবতে জিভে জল চলে আসবে, অথচ সেখানে ইলিশ নেই, তাও আবার হয় নাকি? এ যেন টক ছাড়া চাটনি, তেল ছাড়া তেল পটল!যদিও ইষ্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলে এক দল ইলিশ ঝোলাতো আর অন্য দল গলদা চিংড়ি তা বলে রসনা রঞ্জনে কোনোটাই যে বাঙালি […]
মুক্তগদ্য- বাঁচুন তো!
কবিতা- পুরুষ বিদ্বেষী
কবিতা- পাগলা ঝোরা
কবিতা- দুঃসাহস
দুঃসাহস-শম্পা সাহা আজও আমরা চাকরি পেলে তোমরা এক কোপে আমাদের হাত কেটে নেবে!“ভালোবাসি তোমায়”,বলে আগলে রাখার ভান করে আমার যোনি ছিন্নভিন্ন করবে নানান উপায়ে,তারপর ,যে ঠোঁট দুটো কপাল স্পর্শ করেছিল স্নেহে ,তাতেই উচ্চারিত হবে,”খানকি!”আজও আমাকে বুক ঢেকে রাখতে হবে সযত্নে,না হলেই আমার গোপনাঙ্গে সবার অধিকার জন্মাবে স্বাধিকার বলেই যেন!আজও আমি কারো সঙ্গে যৌনতায় লিপ্ত […]
কবিতা- মানুষ বড় বোকা!
মানুষ বড় বোকা!-শম্পা সাহা মানুষ বড় বোকা!বার বার ডোবে তবু খড়কুটো ধরে ভেসে থাকতে চায়।জানে ওর মেয়াদ ক্ষণিকের।তারপর খড়কুটো ভেসে যাবে সময়ের তোড়ে, যেদিকে স্রোত অথবা স্রোতের বিপরীতে।যারা কথা দিয়েছিল, সারা বেলা, জীবনের সন্ধ্যেতেও থাকবে হাতে হাত দিয়ে,রাতের শেষ প্রহরে যখন সাদা কাপড়ে ঢাকা মানব শরীর,তখনও সে হাত আলগোছে মাথায় বুলিয়ে যাবে এই […]
কবিতা- চলি তবে
চলি তবে -শম্পা সাহা তুমি চেয়েছিলে বলে গুটিয়ে নিয়েছি পরিপাটি সংসার, যেদিন বলেছো, আমাকে তোমার আর নেই দরকার। পুরোনো আঁচলে তেল হলুদের গন্ধ নিয়েছি মুছে, এক ঠিকানায় সব স্মৃতিগুলো যত্নে রেখেছি খুঁজে। বাঁদিকের তাকে চিনির কৌটো, তারই পাশে দেখো চা, ভুল করে ফের চিনির বদলে নুন দিয়ে ফেলো না। ওষুধও দেখো হিসেব মত রেখেছি গুছিয়ে […]
কবিতা- তোমার কি দয়ামায়া নেই?
তোমার কি দয়ামায়া নেই? -শম্পা সাহা আমি ভালো থাকবো! ভালো থাকাটা আমার অধিকার! যতবার বুকের আঁচল কেড়ে নিয়ে দেগে দিয়েছো,”বেশ্যা!” ততবার আমি ভেবেছি,”তোমাদের অতৃপ্তিই আমাকে আঁচল ছাড়া করেছে!” যতবার মাথার ছাদ কেড়ে পথে নামিয়েছো! ততবার আমি ভেবে নিয়েছি, তুমিও এক ঘর হারা অভাগা! যতবার ভালোবাসতে গিয়ে বিক্রি হয়েছি অন্ধকার কানা গলিতে, ততবার ভেবেছি,”আহা! ওর টাকার […]
কবিতা- চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া (কথোপকথন কবিতা)-শম্পা সাহা -আমি তো তোমার থেকে কিছু চাইনি?-সত্যিই চাওনি? তাহলে আসো কেন রোজ আমার কাছে?-তোমার সময়টুকুই চাই-ও, সে সময়ের বুঝি মূল্য নেই?-টাকা পয়সা, এসব কিছু তো চাইনি!-ও, তাহলে ভালোবেসে এগুলোও চাওয়া যায়, তুমি জানো!-না জানার কি আছে?-না, আমি ভাবলাম তোমার কাছে ভালোবাসা মানে, শুধু ভালোবাসা চাওয়া আর ভালোবাসাই পাওয়া! তুমি […]