কবিতা- ফুল ও কচু

ফুল ও কচু-সঞ্জিত মণ্ডল     ফুল ভালো না কচু ভালো দ্বন্দ্ব চিরকালফুল বলে সে বনের রাজা বাকিরা বেহাল।ফুলকে ভালোবাসে সবাই আদরের সে দুলালকচুতে গাল লাগতে পারে চুলকায় গলা ও গাল।বকুল ফুলের গন্ধে মাতাল মৌমাছি আর মনগোলাপ বলে গন্ধ বিলাই হাসছি সারাক্ষণ।কচু বলে মানছি আমি তবুও ফোটাও কাঁটাবিয়ের বাসর ড্রইংরুমে নয় পকেটে সাঁটা।দেখো আমি মাটিতে […]

কবিতা -কল্পতরু

কল্পতরু-সঞ্জিত মণ্ডল       কল্পতরু কল্পনা নয় তিনিই স্বয়ং ভগবানভক্তবাঞ্ছাকল্পতরু তিনিই পূর্ণ করে দেন।কল্পনা নয় সাধন্মার্গের উচ্চতম সে এক স্থানবিরাজ করেন পরমপ্রভু সাধকরা তা দেখতে পান।কষ্ট করলে কেষ্ট মেলে এক জীবনেই সে প্রমাণসাধক যখন সাধনমার্গের গভীরেতে ডুবে যান।চাইলে যদি না পাওয়া যায় তবে কেন বস্তু চানগভীর ভাবে চাইলে পরে ঈশ্বর ই তা যোগান দেন। […]

কবিতা- যাঁতাকল

যাঁতাকল-সঞ্জিত মণ্ডল     যাঁতাকল হলো এমন-ই একটা কল চিরকাল আছেদুঃস্থ মানুষ আর চাল ডাল পিষ্ট যে হয় তাতে।যাঁতাকলে পেষা হয় চাল গম মানুষ ও পিষ্ট তাতেস্বামী রা স্ত্রী’কে স্ত্রী-রাও স্বামীকে যাঁতাকলে পিষে থাকে।যেখানে দেখবে উঁচু নীচু ভেদ যাঁতাকল সেথা আছেএ ওকে পিষছে সে তাকে পিষছে যে যেমন বাগে পাবে।আগেও ছিলো যা পরেও থাকবে যাঁতাকল […]

কবিতা- স্বজন

স্বজন-সঞ্জিত মণ্ডল     স্বজন কি শুধু রক্তেই লেখা থাকেপিতা মাতা বধূ ভাই বোনেদের জানিস্বজন তো জানি এর বাইরেও হয়বসুধৈব কুটুম্বকম মানি।কতো বন্ধুকে স্বজনও তো ভাবা যায়কাজের মাসিরা ডুব দিলে হাহাকারডাবয়ালা ছেলেটা ডাব দেয় রোজকারপটাশিয়ামের অভাবটা দূর হয়। স্বজন ভেবেছি ফুলওলি মেয়েটিকেপুজোর ফুল, বেল-তুলসী পাতাও দেয়ঝালমুড়ি আর আইসক্রিমওয়ালা আসে,ফুচকাওলার তেঁতুল জল কে না চায়।বাস ড্রাইভার, […]

কবিতা- “ভুলিনি”

“ভুলিনি”-সঞ্জিত মণ্ডল     তোমাকে হারাতে চাইনি বলেই সেদিন ছুঁয়েছি তোমাকে,তোমার ওষ্ঠ স্পর্শ করেছি সেদিনের সেই প্রভাতে।তবুও সেদিন ব্যথায় রঙীন হওনিকো সেতো জেনেছি,আমি যে আকাশ ধরতে চেয়েছি মুখ ফুটে সেও বলেছি।তুমি রাজী ছিলে কথা দিয়েছিলে চলে যাব বনছায়াতে,দেখতে দিয়েছ, দেখেছি তোমাকে অমল বিমল শোভাতে।তোমার স্তনের চন্দ্রবিন্দু স্পর্ধিত করে আমাকে,বাধা দাওনিকো স্বেচ্ছায় ধরা দিয়েছিলে বনছায়াতে।সারাটা দুপুর […]

কবিতা- বর্ষ বিদায়

বর্ষ বিদায়-সঞ্জিত মন্ডল     বর্ষ যায়, বর্ষ আসে, কালের নিঃশ্বাস সাথেবিবর্ণ সময়ের ঘ্রাণ মেখে গায়,কিছু হয়েছিল ভালো, কিছু বুঝি ছিল কালোমহাকাল সময়ের নিক্তি মেপে যায়। ফেলে যাওয়া দিনগুলি চলে যায় সব ভুলিস্মৃতিটুকু নিয়ে শুধু থাকি,আত্মার আত্মীয় সাথে সময় চিনেছি তাতেআপনার দৈন্য সদা ঢাকি।যদিবা ডেকেছি পিছে, জানি আমি সব মিছেভাবনার জাল বৃথা বুনি,তুমি আছো মহাকাল […]

কবিতা- রেজারেকশন

রেজারেকশন-সঞ্জিত মন্ডল     রেজারেকশনে আবার এসো প্রভুপৃথিবীতে আজ দারুণ দুঃসময়,ভাইরাস ভয়ে জীবন স্তব্ধ আজপৃথিবীতে ফের সুসময় এনে দাও।এ কালবেলায় আলো হাতে এসো আজ,হিংসা ও দ্বেষ নাশকতা দূরে যাকঅবুঝ মানুষ জানে না কি দোষ তার,মানুষ দেখুক মানবতার স্বরূপ। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছিলে,হাজার দুঃখ ব্যথাতেও ধীর স্থির,কুকাজের ভুল সবাই কি বোঝে আরমানুষ দেখুক ক্ষমাসুন্দর মুখ।ভাইরাস ভয়ে থেমে […]

কবিতা- হাসপাতালের দিনরাত

হাসপাতালের দিনরাত-সঞ্জিত মন্ডল     এখানে কারোর প্রবেশাধিকার নেইবন্ধ কাঁচের জানালায় রোদ কাঁদে-বহু দূরেদূরে গাছপালাগুলো নড়ে,বাইরে বাতাস বইছে তা বোঝা যায়।আমি কোনো এক অজানা দ্বীপেতে একানিজভূমে পরবাসী হয়ে পড়ে আছি।ঘুম হয় নাকো তাই একা জেগে থাকাভোরের আগেই রাত ভোর হয় দেখি।শব্দ নেইকো লোক চলাচলও নেই,গম্ভীর ডাক্তার আর নার্সদিদিরাই দেখেপরীক্ষা নীরিক্ষা কারা করে চলে যায়,কথা কম […]

কবিতা- ভালোবাসা

ভালোবাসা -সঞ্জিত মণ্ডল ভালোবাসা মানে একটু গোপনে কিছুটা উষ্ণ হওয়া, ভালোবাসা মানে মনে বনে কোনে গোপনে জড়াতে চাওয়া। ভালোবাসা মানে শীতে দুটি মনে আরও ঘন হতে চাওয়া, ভালোবাসা মানে গোপনে গোপনে ভালো কিছু খেতে চাওয়া। আড়মোড়া ভাঙি রোজ সকালেই ভালোবেসে চা’টা খাওয়া, ভালোবাসি বলে রোজ সকালেই ভালো করে মুখ ধোওয়া। ভালোবাসি বলে শীতের সকালে কিছু […]

গল্প- দ্রব্যগুণ !

দ্রব্যগুণ ! -সঞ্জিত মন্ডল ইউনিক পার্কের যেখানে শেষ, তার উত্তর পশ্চিম কোনে শ্রীমাপল্লীর শুরু। ইউনিক পার্ক কোনো পার্ক নয়, এক বর্ধিষ্ণু অভিজাত পাড়া, অনেক গণ্য মান্য বরেণ্য ব্যক্তির আবাসস্থল। সেই তুলনায় শ্রীমা পল্লী নিতান্তই অর্বাচীন-ধানক্ষেতের মধ্যে গজিয়ে ওঠা এক নতুন পাড়া। তা খেলার মাঠ বলতে, লাইব্রেরী, ক্লাব, ব্যায়ামাগার, ভালো স্কুল বলতে সবই ওই ইউনিকপার্ক। কালীপূজো, […]