• কবিতা

    কবিতা- “মুখোশ”

    “মুখোশ”
    – অলোক শীল

     

     

    আসলে তোমার কথারা বড্ড ছলনাময়;
    জানো তুমি কি?
    মুখোশের আড়ালে মানুষ কি সত্যি হয়,
    না বুঝে আমি মন দিয়ে মন রাখি, হিসেব নিকেশ আগামিতে এখনো তোমার বাকি।

    ইংরেজি জানা শিক্ষিত তুমি এক ভদ্রলোক;
    কবিতা জানা গল্প লিখা তোমার চায়ের চুমুক,
    চোখ দু’টো তোমার শিক্ষায় মোড়া করে ছলছল
    আমার কথারা ব্যর্থ ব্যথায় শুধুই রোজ অচল॥

    আর জানো কি, তুমিই করেছো বিভাজন;
    তোমার চোখই মাপ জানে বুঝি আমার ওজন,
    চলছে জীবন আড়ালে আড়ালে খুব ভালো
    ভালোবাসা অনেক তোমায়
    আবারও আমার প্রাণে আগুন জ্বালো।

  • কবিতা

    কবিতা- ভালোবাসার মায়াজাল

    ভালোবাসার মায়াজাল
    – অলোক শীল

     

     

    প্রত্যেকটা লেখার শেষ লাইনে শুধুই ইতি;
    হবার ছিল হয়েছে এটাই পরিণতি,

    চোখের জল?
    সাদা কালো না রঙ-বেরঙিন
    জানা আছে কারো?

    এটা সবার জানা নেই, কোনো রঙ চোখের জলের
    কষ্ট দুঃখ প্রিয়জন হারোনো বা অন্য কিছু!
    কেউ এগিয়ে আসে যদি মুছাতে ঘুছাতে
    বিনিময়ে চাইবে স্বার্থ
    বাপু বড্ড মায়াজাল ভালোবাসার
    দেখা পাওয়া খোঁজা কঠিন!

    চলুক আমাদেরও ভালোবাসার মায়াজাল
    আজকাল বা কথা রাখার রঙিন বিকাল
    চলুক! হবে তো ?
    আবারো ভালোবাসার মায়াজাল….

  • কবিতা

    কবিতা- হাতে ভীষণ জ্বর

    হাতে ভীষণ জ্বর
    -অলোক শীল

     

     

    আজকাল হাতে ভীষণ জ্বর
    নেই কেউ তোর আপন পর,
    হাতে না, ভীষণ জ্বর..

    মন খারাপী পাখি মনের ঘর
    হাতে না ভীষণ জ্বর,

    বিকেল শুনেছি চারটায়
    প্রচন্ড শীত মুখ ঢাখে ঘোমটায়,
    তোর হাতে কি এখনো জ্বর?

    চাঁদ দেখতে বের হোস আগের মতো
    তারা গুনিস শত-শত,
    হাতে ভীষণ জ্বর..

    প্রিয় কবিতা খোঁজে পেলি বুঝি?
    জানি পাবি না, এখনো খুঁজি
    তোর আবার সব কবি প্রিয়..

    ডাক্তার দেখাবি না
    না এমনিতে সারবে!!
    ও জানা ছিলনা কবিদের
    আবার ঔষধ!

    কথা বলিস তোর নদীর সাথে
    না সব ফেলে এসেছিস
    জানি আর ফিরবি না
    তোর, রোজই ভীষণ জ্বর

    কবে আসবি বল না একবার?
    ও আসবি না, কখনো আসবি না..
    সবাই তোর কথা বলে রোজ,

    একবার সময় করে দেখে যাস
    তোর নদী, গ্রাম, বাড়ীর উঠান
    পথ ঘাট সবাই ফাঁকা,

    তোর হাতে আজকাল ভীষণ জ্বর
    ভীষণ জ্বর, ভীষণ……

  • কবিতা

    কবিতা- শুধু প্রেম

    শুধু প্রেম
    – অলোক শীল

     

     

    আজ শুধু প্রেম জাগে শিহরণ;
    মনে শুধু তুমি-তুমি অকারণ।

    আজ এ-মনে গোপনে তুমি
    আজ এ-গানে স্বপনে তুমি,

    আজ শুধু প্রেম জাগে শিহরণ;
    মনে শুধু তুমি-তুমি অকারণ।

    আজ জানিনা পাগলপারা
    শুধু তুমি আর বর্ষধারা,

    আজ তোমার চাহানিতে পথহারা
    আজ চাই তোমার সাহারা,

    আজ শুধু প্রেম জাগে শিহরণ;
    মনে শুধু তুমি-তুমি অকারণ।

    আজ এ-মন খুব রঙিন
    আজ একাকী আমি বিলীন,

    আজ ভালোবাসার রংধনু
    আজ অবিরাম হই দিশেহারা,

    আজ শুধু প্রেম জাগে শিহরণ;
    মনে শুধু তুমি-তুমি অকারণ।

    আজ মনে মনে স্বপ্ন বুনি
    আজ শুধু প্রেম আর তুমি,

    আজ নেই এ-মনে পাহারা,
    আজ এ-মনে তুমই ধ্রুবতারা

    আজ শুধু প্রেম জাগে শিহরণ;
    মনে শুধু তুমি-তুমি অকারণ।

  • কবিতা

    কবিতা- যদি !

    যদি !
    – অলোক শীল

     

     

    আমার কবিতা-গল্প চুরি হয়ে যায়;
    অন্যের নাম নিচে শোভা পায়,
    আমি যে আধুনিকতায় সাজায় নি নিজেকে,
    ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আমার সবই ফিকে…

    ঐ যে শেষ কাল লেখা গল্প
    ওরা সত্যি আমার, কথা বলে অল্প সল্প,
    কখনো মনে মনে ভাবি,
    সঠিক মূল্য দিলে সব কটা বেচে দেবো
    ধূলোয় ওদের ভালো লাগে না আর ,
    কিছুটা বানান ভুল বাকিটা অর্থহীন

    পাক না শোভা অন্যের নামে
    ভালো লাগবে ,

    স্বপ্ন ছিলো কাল রাতের,
    যদি এমনটা হয়
    তবে কারো হাসি ফোটে

    কিন্তু !
    ভালোবাসা আর কবিতাগুলো
    আমার প্রাণের…

  • অণু কবিতা

    অণু কবিতা- “ক্রমাগত প্রেম”

    “ক্রমাগত প্রেম”
    – অলোক শীল

     

     

    ক্রমশ স্মৃতিরা ধরা দেয় মুঠোফোনে;
    বয়ে বেড়ায় মন তোর দেওয়া ডাকনামে,
    শুকনো গোলাপ পথ চায় মনে-মনে
    ভালোবাসা হায় তবুও রোজ আনমনে।

    অপবাদ বিবাদ লিখে রেখেছে ডাইরি;
    তাই তো স্বপ্নরা দিয়েছে ভীনদেশে পারি,
    সবই ভালোবাসার নামে শ্বাসকষ্টে প্রদুষন
    ক্রমে ক্রমে বাড়ছে আরো প্রেমের দূষন॥

  • কবিতা

    কবিতা- ফিরবো আবার

    ফিরবো আবার
    – অলোক শীল

     

     

    “তোর ডাকে ফিরবো আবার”
    তোর ডাকে ফিরবো আবার;
    ফিরবো বলে ফেরা যায় নাকি…?
    আমি দেশান্তর ফেরারী পাখি,
    স্মৃতি শুধু স্মৃতি, একাকী রোজ আঁকি…

    তোর ডাকে ফিরবো আবার;
    আমার জানা-চেনার, মনে নেই হারাবার,
    আধভাঙ্গা পথ, শাল পিয়াল
    মনে ধরে আচমকা স্মৃতির খেয়াল…

    তোর ডাকে ফিরবো আবার;
    আমি ফিরবো তবে আর কিছুটা দিন,
    স্বপ্নরা আজ কতো ক্ষত
    আসবো বাধা আসুক যতো…

    তোর ডাকে ফিরবো আবার;
    সেই সন্ধ্যা আরতি, প্রভাতি পথ গান,
    আবার ফিরবো আবার শৈশবে
    ব্যস্ততা কমবে শহরে কবে…
    তোর ডাকে ফিরবো আবার…

  • কবিতা

    কবিতা- পরিস্থিতি ভয়ঙ্কর

    “পরিস্থিতি ভয়ঙ্কর”
    – অলোক শীল

     

     

    ভালোবাসার আড়ালে প্রত্যাখ্যান;
    সব তো আর কাগজের পাতায় বা লেখকের খাতায়…
    লেখা হয়ে উঠে না, কিছুটা আড়ালে
    কুরেকুরে একাই একেলা মরে,
    অজান্তে লোকচক্ষু আড়লে, শেষ হয়ে যায়,
    সবার অজানায়…

    কিছুটা ভালোবাসা আমিও দেখেছি;
    শ্বাস কস্টে মরছে একাকী…!

    ভেবে দেখেছো কি একবার;
    ভালোবাসা একা কি ভাবে বাঁচে,

    সারাদিন অভিনয় দিনের শেষেও অভিনয়,
    তোমার মেঘ ধরে রাখার ইচ্ছে
    আর আমার ছিল বৃষ্টি ভেজার ভালোবাসা,
    হ্যাঁ স্বপ্ন দেখি আগেও দেখতেম
    আজও দেখি… স্বপ্ন দেখা কি ভুল?

    তাই স্বপ্নগুলোকে বাস্তবে কবিতার আকারে রূপ দেওয়ার চেষ্টা করি,
    অহংকার পুষি না মনে
    আজকাল আপন মনে বাঁচি…

    নিজের একটু দিয়েই;
    সোস্যাল মিডিয়ায় আমার কবিতা
    নাইবা আসলো,
    নাইবা সকালের পেপারে আর
    নাইবা পেলাম প্রচার
    তাও লিখে যাই আপন মনে

    ভালো থাকবে সবার ভালোবাসা,
    বাঁচুক এভাবেই ভালোবাসা….

  • কবিতা

    কবিতা- প্রতিবাদ তবুও

    প্রতিবাদ তবুও
    – অলোক শীল

     

     

    প্রতিবাদ তবুও
    কেন আঘাত হানো নির-অপরাধীকে
    মানুষ রুপী তোমরা হিংস্র জন্তুর অধিক,
    প্রতিবাত তবুও_

    প্রতিবাদ তবুও;
    মায়ের জাত, কেন হানো আঘাত
    তোদের’ও জন্ম ঐ-একই ঔরস-জাত,
    প্রতিবাদ তবুও_

    প্রতিবাদ তবুও;
    শুনিস’নি একবারও আর্তনাদ হাহাকার চিৎকার
    তোরা পাবিনা পারাপার ঈশ্বর এক নিরাকার,
    প্রতিবাদ তবুও_

    প্রতিবাদ তবুও;
    আবার’ও আবারও,না বলা আছে কতো মুখ
    আমারও প্রতিবাদী কন্ঠ কলমেই গর্জে উঠুক,
    প্রতিবাদ তবুও_

    প্রতিবাদ তবুও;
    কেন করেছিস মায়ের মুখের হাসি
    চাই এবার জন-সম্মুখে ফাঁসি,
    প্রতিবাদ তবুও_

You cannot copy content of this page