জেগে ওঠার গান -সুমিত মোদক ফিরে আসা বললেই , ফিরে আসা যায় না ; নদীতে ঢেউ অনেকটাই বেড়ে গেছে ; সামনেই ভেঙে ভেঙে পড়ছে মাটির বাঁধ ; এ সময় মাটির সঙ্গে সম্পর্ক রাখাটা খুবই প্রয়োজন ; জলের সঙ্গেও … ভেঙে পড়া ঘর-সংসার , সমাজ , সভ্যতায় নতুন করে জেগে ওঠার গান … অথচ , যে […]
কবিতা- প্রেম-কথা
কবিতা- মাটির সুর
কবিতা- সনাতন ভারত ভূমি
কবিতা- জেগে থাকে
কবিতা- পুরুষের বুকে
কবিতা- ভবিষ্যতের শব্দ
কবিতা- মানুষটি
মানুষটি-সুমিত মোদক অভিমান গুলো সাজিয়ে সাজিয়ে রামধনুএঁকে দিয়েছে আকাশের বুকে ;নিজের বুকটা কখন যে মহাকাশ হয়ে গেছেবুঝে উঠতে পারে নিমহাপ্রস্থানের পথে হেঁটে যাওয়া মানুষটি ; রাতের পর রাত জেগে শুনেছেসন্তান হারা মায়ের কান্না ,আতঙ্কে জেগে ওঠা শিশুর সংলাপ … পলেস্তরা প্রতিনিয়ত খসে পড়ছেসময়ের অলিন্দ থেকে ;ভেঙে পড়ছে অলীক মানুষের মেরুদণ্ড ; মানুষটি বাতাসে […]
কবিতা- সভ্যতার মেরুদণ্ড
কবিতা- মেঘ মল্লার
মেঘ মল্লার-সুমিত মোদক এক এক করে যখন সকলে ফিরে আসে মোহনায়,তখন পূর্ণিমার চাঁদও নেমে আসে নদীর বুকে,আর ঠিক সে সময় মহাকাশ নারী হয়ে ওঠে … পুরুষ কোনও দিনও জানলো না কখনঅমাবস্যার বুক চিরে বেরিয়ে আসে ধূমকেতু,কেবল মাত্র এটুকুর খবর রাখেসামনে আর কতটা পথ বাকি আছে। আকাশ থেকে নেমে আসা জ্যোৎস্না-রেণুএকটু একটু করে সোহাগ মাখিয়ে দিচ্ছেসাদা […]