অণু কবিতা
-
অনু কবিতা- মেঘলা আকাশ
মেঘলা আকাশ
-সঞ্জিত মণ্ডলএমন দাবদাহের দিনে মেঘলা আকাশ ভালো
বৃষ্টি ফোঁটা নাইবা ঝরুক মনে আশার আলো।
নাইবা চাতক তৃপ্ত হলো উড়লো মেঘের গায়
পরাণ আমার আনন্দে তাই মেঘের পানে ধায়।
ঘেমে নেয়ে বেশ তো আছি কেউ কি ডেকে গেলো
জানি অভিমানী প্রিয়ার মনে মেঘের কালো।
অভিমানেই কাটুক না দিন এই বিরহ ভালো
বৃষ্টি এলে হাসবে প্রিয়া বৃষ্টিতে মন ভালো।। -
অনু কবিতা- বৃষ্টি এলে
বৃষ্টি এলে
–সঞ্জিত মণ্ডলবৃষ্টি এলে আমার সাথে কইবে কথা আজ
এই খোলা চুল এলিয়ে দিয়ে ভিজবো সকাল সাঁঝ।
বৃষ্টি এলে বলবে কথা আমার রাঙা ঠোঁটের ব্যথা
কেউ জানেনা গোপন কথা প্রথম চুমুর দাগ।
বৃষ্টি এসে শরীর ভেজায় অঙ্গে আমার কাঁপন লাগায়
সে লাজ কথা বলবো কারে কাব্য লেখার কাজ।
বৃষ্টি এলো চলেও গেলো ভিজিয়ে দিলো আজ
সে সব কথা কইতে ব্যথা অঙ্গে দারুণ লাজ।। -
কবিতা- ঋণী
ঋণী
-শংকর হালদারসৃজন তব- মোর দেহমন
বিবেক-বুদ্ধি- জ্ঞান,
সৃজন তব- এই চরাচর
সিদ্ধি হতে ধ্যান।অঞ্জলি মোর- তোমারই দান
আপন ভেবে হারা,
রূপ-রস-গন্ধ-সবই
আপন ভেবে সারা।মালিক সেজে বড়াই করি
অকিঞ্চন এক দানি,
তুমি-ই বিধি, তুমি-ই নিধি
তব নিকট ঋণী । -
কবিতা- ভালো আছো…
ভালো আছো…
-শংকর হালদারভিড় ঠেলে বেড়িয়ে আসে একটা স্বর
চংমং চিত্র আঁকি বহু লোকের ভিড়ে
কল্পনা মনে হয় …
কি জানি, অতিপরিচিত মনে হয় সে ডাক
শোঁ-শোঁ বাতাসের গায়
তার বুলানো হাত
আর মেলানো সুর
বারবার কাছে মনে হয়
কাছের মনে হয়
হয়তো কোনো সংলাপ
ছবি এঁকে বারংবার বলতে চায়
ভালো আছো … -
অণু কবিতা- ক্লান্ত মনন
ক্লান্ত মনন
-পায়েল সাহুবিনিদ্র শীতল রাতের নেশাতুর প্রশ্রয়ে,
জেগে থাকি বিচ্ছেদের গান শোনার লোভে ,
সে সুর সাধনার তীব্র দমকে,
সঙ্গী হয় উপচে পড়া চোখের জলের রেওয়াজ ।
প্রেমের অস্তিত্বের অবান্তর প্রশ্ন
আর ধিকৃত অন্তরাত্মা রেখে যায় ,
ধূমকেতু পতনের সুগভীর গর্ত
সমস্ত মনে ,প্রাণে ,অস্তিত্বে । -
অণু কবিতা- মৃত্যু উপত্যকা
মৃত্যু উপত্যকা
–পায়েল সাহুরক্তাল্পতায় ভোগা মনের শরীর
জীর্ণ শীর্ণ সুচারু মেকি হাসিতে,
নিস্তব্ধতা খোঁজে একলা ভীষণ
মৃত্যু উপত্যকা শ্রেণীতে।ভাঙছে জীবন স্লো পয়জেনে
তবু দৃশ্যমানতায় শুভ্র তাজ
গোপনাঙ্গে লুকোনো প্রেমের দাগে
সুর সাধে স্মৃতির মন্তাজ। -
অণুকবিতা- কাব্যহারা
কাব্যহারা
-বৃষ্টি (পলি ঘোষ)আলগোছা স্মৃতির তাড়নায়,
বাক্য আজ দিশেহারা সুতোর আলগায়,
আবেগ ছেড়ে লুটিয়ে পড়বে স্বপ্নের কোলে।মৃদু হাওয়া, শীতের ওম, আর গরম আবহাওয়া।
ঘন ঘন গগনের কোলে
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ রয়েছে ভেসে,ভাবনার সাগরে তলিয়ে গেছে কবিতা।
হারানো ভাবনা ফিরবে নতুন করে।
হারাব দিগন্ত মাঝে হাওয়ার পরশে।সেদিনও থাকবো বাকরুদ্ধ,
আঘাতের বুক চিরে দেবে কেউ হানা।পৃথিবী শুধুই তার সাক্ষী।
-
অণু কবিতা- এই তো জীবন
এই তো জীবন
-শম্পা সাহাতুমি চলে যাবে জানতাম।
এ তো সহজ কথা,
বসন্ত কোথায় থাকে চিরকাল?
পাতাঝরা ঘুরে ফিরে আসে, আসে দারুণ নিদাঘ।
দাগ রেখে চলে যাওয়া, এই তো জীবন।
এক বার দেখা হলে, ছেড়ে যাওয়া অবশ্যম্ভাবী,
মিলনে বিচ্ছেদের ভয়, বিচ্ছেদে মিলনের অনাগত সুখ।ভয় কি বিস্মৃতির, স্মৃতিও তো জুড়ে আছে তারই আধখান।
আজ যদি রুক্ষ, ঊষর ভূমি, কাল জেনো ফুলেল বাগান। -
অণু কবিতা- আয়না
আয়না (Mirror)
-দেসা মিশ্রগোলাপি বকদের দেখে
তৃষ্ণা লুকিয়ে
লাল করলাম ঠোঁট…আশেপাশে
মানুষের মেলা
হেঁটে গেলাম…কোথাও আয়না পেলাম না
তবে
কেন এ ভিড়!কিছু কথা
ক্ষতের জন্ম দেয়
তাদের
মৃত্যু কামনা করলেও
আয়না আবশ্যক।তাতে মেঘ-অতীত ঢাললে
পুনরায়
টলটলে জল হওয়া যায়। -
অণু কবিতা- নক্ষত্রের চোখ
নক্ষত্রের চোখ
-পায়েল সাহুভুলে যাওয়ার অখন্ড অবসরে,
জোর করে বিস্মৃত হওয়ার চেষ্টার ধ্বংসাবশেষ ফুঁড়ে
উঁকি দেয় মৃতবৎসা এক নক্ষত্রের চোখ।
ভালোবাসার নীরব অধিকারের প্রশ্নের উত্তরে
চেয়ে থাকে শুধু আকুল হয়ে।
চির বিচ্ছেদের অন্ধকারে হারিয়েও,
মনের একফালি কুঠুরির দমকা বাতাসে
ভেসে ভেসে আসে তার আগুনে অস্তিত্বের সুগন্ধ।