ঋতুবতী -নীলোৎপল সিকদার এখনো অন্ধ দুচোখে আলোর রোশনাইরূপ যার মধ্যরাতের মত আঁধার সুন্দরজৌসুলভরা অঙ্গে অঙ্গে চাঁদের জ্যোৎস্নাদ্যুতি,ছেঁড়া পাতার মত মর্মর গানবুক থেকে যখনই নেমে আসে গলা বেয়েতখনই এ পৃথিবী ঋতুবতী হয়তবুও অন্ধ দুচোখ… যারা সব চলে গেছে যৌবন বেলায়নটী রঙ্গের প্রমোদ কাননেঝরাজল শুকিয়ে চোখের কোণায়কাজলে ঢেকে রেখে চোখদেহ ভেঙ্গে রন্ধ্রে রন্ধ্রেমিটিয়ে জীবনের লেনা দেনা […]
অবিনশ্বর
অবিনশ্বর -নীলোৎপল সিকদার এখনো হয়নি ভোর এ মৃত্যুচরাচরেসূর্য উঠার ঢের আঁধার রয়েছে বাকীপ্রাণ প্রবাহ ছুঁয়ে আসবে রোদ্দুরবন্ধু উৎকন্ঠাহীন উদ্বেগে কাটুক এ প্রহররাঙা আলোয় একদিন ভোরবেইএ প্রাণের শহর… অনন্ত অসীম প্রাণ উল্কাসম আসেঅজস্র প্রাণের ছোঁয়ায় আলোড়িত হয়কাম কামনা লোভ মোহমন আকাশে ক্রমে উদিত হয়ভুলে যায় অমৃত সমুদ্র উৎসবেঅকৃত্রিম আনন্দে ভেসে থাকার বার্তাঅবিনশ্বর প্রাণ নিয়ে […]
বরবাদ
বরবাদ -নীলোৎপল সিকদার রাত্রি আঁধারে আমি শুনেছিশ্মশানের গল্প মৃতদের কন্ঠেহাজার চিতাকাঠ জ্বলে জ্বলেশোনায় অন্ধকারে আলোর গানপ্রাণে তাই জাগে ভয়কি হয় কি হয়… আমি তো করেছি বরবাদখেয়ে পড়ে জীবনের অমুল্য সময়ক্ষয়ে ক্ষয়ে খসে গেছেবোধের বিশুদ্ধ বৈভব,শ্মশান তাই চিতাকাঠ নিয়েসাথে সাথে চলে অবিরাম… এখন সময় কান্নার রসাতলে যাওয়ারতবু কত জেদ পাল্লাগতানুগতিক কাহিনী শোনায়!বেলা অবেলায় পথে […]
সময় রাজা
সময় রাজা -নীলোৎপল সিকদার সময় রাজা করেছে আমায়একলা একা ডুবিয়ে আপন হাতেসময় জলে ডুবে থাকি একা একাআমার কেবল একলা লাগে… ডুবার আগে দেখেছিলাম উদার আকাশতারায় তারায় চন্দ্র উদয় জোছনা বুকেআকাশ এখন আর দেখি নাসে যে মুখ ফিরিয়েছে দারুন অবহেলায়জোছনা ঢেকে তারারা সব আড়াল করেআমার কেবল একলা লাগে… ডুবতে যাওয়ার পথের পাশেদেখেছিলাম জল বুকেনদীটিরে […]
পথ
পথ -নীলোৎপল সিকদার কারা যেন যেতে যেতে পথ আঁকেচেতনা ক্ষয় করে চিহ্ন রেখে যায়,বুকের কখান হাড় পুড়িয়েভালোবেসে তারা আলো জ্বেলে রেখেছে,চির ফলপ্রসূ বোধের সে পথেভুল মানুষেরা তবু ভুলে ভুলেঅনুপ্রাণীত অনুরাগে অবিরাম হাঁটেএক কণা আলোর সন্ধানে… আমারও হয়েছে কত দোষভুল করে ভুলেও হয়নি হাঁটাসে পথ বেয়ে বেলায় বেলায়পথে পড়ে রই তবু পথ পাইনে খুঁজে… […]
একটু হেসো
একটু হেসো -নীলোৎপল সিকদার প্রজাপতির পাখায় রংধনু দেখেরংচটা জিন্সের প্যান্টেঅগণিত পকেট রেখেছিসাতটি রঙের মধ্যে বাসন্তী রংযত্নে আদরে তুলে রাখবো বলে,তুমি একটু হেঁটে এসোচৌরাস্তার মোড়ে দাঁড়িয়েএকটু হেসো… বেলা পড়ে এলে গা ধুয়ে এলোচুলেহারমোনিয়ামে শিল্পীত আঙুল রেখোআমি সুর ছন্দে বিভোর মনেবাসন্তী রঙে গড়া অঙ্গরীয়তোমার আঙুলে পরিয়ে দিবোএকটু ধ্রুপদী সুরে হেসো… সাঁঝ পেরিয়ে গেলে জোনাকির নূপুরপরিয়ে […]
টের পাই
টের পাই -নীলোৎপল সিকদার এখনও বেশ টের পাই বুকের ধুকপুকানিচলছে শ্বাসে প্রশ্বাসে অচেনা তরীঘাটের সন্ধানে নোঙর করবে বলেটের পাই,,, এবুকে রাতের আকাশে পান্ডুর চাঁদহলুদ জোছনায় ভিজায় প্রান্তরমেয়েলীগন্ধ ভেসে আসে মৃদু সমীরণেটের পাই… ভীষন স্রোতে ভেঙেছে কতবারমননদীর পাড় দুরন্ত প্রেম আকর্ষণেকত দীঘল রৌদ্র পুড়া পথলুটিয়ে পড়েছে দুর্দম ছুটে চলা পায়েতবু পা জ্বলে জ্বলে এগিয়ে […]
পাগলপনা
পাগলপনা -নীলোৎপল সিকদার এক টুকরো প্রেম ছিলো তরুণীরকমলা লেবুর কোয়ার মত লাল ঠোঁটেসে লালে একদিন অন্ধ হয়েছিলো চোখকি আশ্চর্য তখন অন্ধ চোখস্বর্গের লাল পথ দেখেছিলো অনিমেষসেই আমার স্বর্গের খোঁজ পাওয়া… যুবতী দেহের রংমহলে কত ঝাড়বাতিকি মনোরম অনুজ্জ্বল আলোমোহন বাঁশি আমার কত সুরে বাজলোতবু যুবতীর মন আবিষ্ট করতে পারেনিসে যে রঙিন পাল তোলা […]
মিছিল
মিছিল -নীলোৎপল সিকদার এই যে কত কত আমজনতার কতবার কত রূপে রাজপথ কাঁপিয়ে দুরন্ত দাবী আদায়ের মিছিল এগিয়ে যায় এই যে জ্বালাও পোড়াও রক্ত মিছিল তা কতটুকু আদর্শ নীতি নৈতিকতা মেনে চলে কতটুকু পরিস্কার ধারণা সম্মত আজ প্রতিটি মানুষের বিবেক কঠিন প্রশ্ন তুলেছে- এ মিছিল কি ব্যক্তিস্বার্থে না সার্বজনীন দাবী আদায়ের! প্রশ্ন উঠেছে এই স্থুল […]
এলোচুল
এলোচুল -নীলোৎপল সিকদার কখনো কখনো সময় তোমার মত হেঁটে আসে এলোচুল বাতাসে উড়িয়ে খোলা চুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে তখন জীবন সূর্য গালভরে হাসে মিষ্টি একটা গন্ধ মেখে… ডুবু ডুবু জীবন তরী তবু ডোবে না নোনা সমুদ্রের জল কেটে জেগে ওঠে তরতর গতিতে আবার বয়ে যায় ঠিক তোমার খোলাচুলে চঞ্চল হেঁটে যাওয়ার মত বিশ্বাস আস্থা ভালোবাসায়… […]