কবিতা- তাই আজও হয়তো

তাই আজও হয়তো– দেসা মিশ্র     চাঁদ গলে পরে রাত গায়ে, দেহ মনে নেমেছে ক্লান্তি।মেঘের সিঁড়ি বেয়ে নেমেছি রজনীগন্ধা জুঁইয়ে, তুমি ভালোবাসো তাই।দূরত্ব এক পৃথিবী – মনে মেশা মন,আলো মাখা দুই চোখ জীবনের গভীর থেকে আরো গভীরে নিয়ে যায় – মুক্তির স্পর্শ।রঙ তুলি খুঁজে যাই পথ জুড়ে, অথচ রক্তের নেশা লাগে দানবের।সৃষ্টির গায়ে গায়ে […]

কবিতা- ও মেয়ে… শোন

ও মেয়ে… শোন– দেসা মিশ্র মেঘ নৌকা তোর জন্যে, তোরই জন্য চাঁদের ঢেউ,ও মেয়ে তুই কাঁদিস কেন ? নেই বুঝি তোর কেউ ?ওই তো আছে সূর্য বুড়ো কবে থেকে জেগে,রোজ সকালে আদর করে তোকে যে দেয় ডেকে।ওই যে আছে পাখির দল – কিচির মিচির গাই, মিছে বলিস – তোর সঙ্গী কেউ নাই।পাহারা দেয় পাহাড় সবুজ […]

কবিতা- মুখোশ জীবন

মুখোশ জীবন– দেসা মিশ্র     নিদ্রাহীন অনেক অনেক রাত,এক নৌকা জোনাকি -স্বপ্নের অপেক্ষায় ।দেহের ক্লান্তি মিটে যায়, মন পড়ে থাকে মনের অতলে।শুরু শেষ হয় দিন রাতের ব্যস্ত লুকোচুরি –আমিও লুকিয়ে যাই আমার আরো গভীরে আরো গভীরে ।ছুঁয়ে দেখতে দিই না ক্ষত,ভালবাসতেও দিই না ভুল করে।দূরত্ব আঁকতে থাকি এক জীবনের, এভাবেই মৃত্যু আসে অবহেলায়, প্রতি […]

কবিতা- আগুন স্রোত

আগুন স্রোত– দেসা মিশ্র     হারিয়ে গেছে চেনা রঙ রোদ আলাপ, আবারো ঠোঁট দুটো ফুলে ওঠে কান্নায়,কদমের পাতায় পাতায় লেখা চিঠি ভিজে যায়,মনের অনুভূতি ধুলো কাদা মেখে ক্লান্ত ভীষণ।চিলেকোঠা তে মুখ গুঁজে কান্না’রা ।অবহেলা গুলো কুড়িয়ে কুড়িয়ে- আগুন স্রোত,রোজ স্নান করে দেহ মন,,প্রশ্ন গুলো সব প্রশ্নই থাক না – জীবনের শেষ বিন্দুতে ও।সবটুকু উত্তরে, […]

কবিতা- আলো আঁধারে মিশে তুই,,

আলো আঁধারে মিশে তুই,– দেসা মিশ্র     আকাশের ভাঁজে ভাঁজে আকাশ, রঙ মেলেছি ইচ্ছে মতোন নীল হলুদ লাল,আলো আঁধারে তোর মুখ,কপালের চুল থেকে ঠোঁট পর্যন্ত হালকা তুলির আঁচর,যেনো বিধাতার হাতে আঁকা ছবি কোনো lরহস্যের আড়ালে আরো অনেক রহস্য সাজানো,হয়তো খুব চেনা বা হয়তো অচেনা অনেক খানি ।সব টা রহস্য ভেদে ছবি টির হৃদয়ে পৌঁছে […]

কবিতা- মূর্তি

মূর্তি– দেসা মিশ্র     দেখি আমায় হন্যে হয়ে খোঁজ, ভিড়ের মাঝে আগলে ধর হাতকথার মালায় গল্প হোক গাঁথা – ঘুম না আসা টুকরো কাঁচের রাত। প্রথম থেকে আবার ভুল ভাঙা জাগিয়ে দে আমায় নতুন করে, ঘুমিয়ে আছি প্রথম বসন্ত থেকেহৃদয়ে এবার আবীর রঙ মাখা। তোর পরশে জন্ম নেবো আবার,নীল তারারা হাসবে মিটিমিটি,,ঢেউ চিবুকে ঝিনুক […]

কবিতা – আকাশ বাণী

আকাশ বাণী– দেসা মিশ্র     সামনে এখন অশেষ শূন্যতা,তবু আজও আকাশ নীল মাখি-ধুসর মনের উপর আজও- সবুজ চাদর খুব জড়িয়ে রাখি ।। ব্যস্ত এখন তোমার রাস্তা গুলো, বৃথা আশায় তবুও চেয়ে থাকি, আমার নামে জমেছে মেঘের ধুলো – উড়ে গেছে ছোট্ট সুখ পাখি। আজকে আবার পাতায় দাগ কাটি,হয়েছে জানি অনেক অঙ্ক ভুল,,শুকিয়ে গেছে সুগন্ধি […]

কবিতা- অনন্তের পথে

অনন্তের পথে-দেসা মিশ্র     সেই তো বয়ে যাওয়া- সাগরের টানে টানে,শুধু পথে পথে নামের বদল রূপের বদল।পিছু ফিরে তাকাই না আর, – কুড়িয়ে নি সবটুকু,সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা – আঘাত- অপমান পূর্ণ জীবন ঝোলা ।স্বাদেনন্দ্রিয় কি শুধুই মিষ্টি মাখে?বালিশের উপর বালিশ চাপা, নিদ্রা হীন মৃত্যু।জানালার কাচ গিলে গিলে এ খায় অমাবস্যা।তবু সূর্যের চুম্বনে […]

কবিতা- তবু আরো পথ বাকি

তবু আরো পথ বাকি– দেসা মিশ্র   জানি হারিয়ে যাচ্ছি স্রোত থেকে আরো আরো নীল স্রোতে,আঁধারের কোলে মৃত আয়ু,মায়া যতো জড়িয়ে – দুর্বল মন, প্রবল যন্ত্রণা গুচ্ছ।সৃষ্টির নিয়মে এতেই সুখ ও অসুখ। কিছু পথ একাই চলতে চাই উদ্দেশ্যহীন, দায়িত্ব হীন,দরজা বন্ধ বা খোলা – সামনের পথে – আঁধার কিংবা আলোয়।পথের গায়ে পথের যাওয়া আসা,পথিকের নামে […]

কবিতা- শুধু মৃত্যু আছে বেঁচে

শুধু মৃত্যু আছে বেঁচে – দেসা মিশ্র রোজ একটা ছন্দ খুঁজি নতুন করে জীবন কবিতা লেখার জন্য। ছন্দ মেলে না ঠিক হিংসা ঘৃণা আর লোভে। তাল লয় হারিয়ে চোখের ঢেউ নীলচে হয় আরো। তুমি নিঃশ্বাস নাও ফুলের পাপড়ি ছিঁড়ে, আমি কেন ঘ্রাণ পাই পোড়া মাংস আর কিছু স্বপ্নের উড়ো ছাই এর। আর শব্দ আসে না […]